সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারের সঙ্গে ভারতীয় বিমান বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিতঃ 9:33 pm | February 27, 2024

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতীয় বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল ভি আর চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকা সেনানিবাসস্থ সশস্ত্র বাহিনী বিভাগে (প্রধানমন্ত্রীর কার্যালয়) তারা সৌজন্য সাক্ষাতে মিলিত হন। সাক্ষাতে উভয় দেশের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা নিজেদের মধ্যে পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় সশস্ত্র বাহিনী বিভাগের পিএসও লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় সশস্ত্র বাহিনীর সদস্যদের অবদানের কথা স্মরণ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়া উভয়ে, বাংলাদেশ এবং ভারতের সশস্ত্র বাহিনীর মধ্যে পারস্পরিক চলমান সহযোগিতা ও সুসম্পর্কের ধারাবাহিকতা বজায় রাখার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা এবং দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এ প্রেক্ষিতে উভয় দেশের সশস্ত্র বাহিনীর মধ্যকার যৌথ সামরিক প্রশিক্ষণ এবং যৌথ সামরিক মহড়া আয়োজনের বিষয়ে পারস্পরিক আলোচনা অনুষ্ঠিত হয়। ভারতীয় বিমান বাহিনী প্রধানের এ সফরে উভয় দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা যায়।

প্রসঙ্গত, বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল শেখ আবদুল হান্নানের আমন্ত্রণে তিন দিনের শুভেচ্ছা সফরে ঢাকায় এসেছেন ভারতীয় বিমান বাহিনী প্রধান।

কালের আলো/ডিএস/এমএম