আদালতে রায়ের অপেক্ষায় খালেদা

প্রকাশিতঃ 2:08 pm | February 08, 2018

পলিটিক্যাল করেসপন্ডেন্ট :

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় শুনতে রাজধানীর বকশীবাজারে স্থাপিত বিশেষ আদালতে পৌঁছেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) দুপুর ১ টা ৪২ মিনিটে তিনি আদালতে পৌঁছান। এ সময় পুলিশর সঙ্গে খালেদার আইনজীবিদের ধস্তাধস্তির ঘটনা ঘটে।

জানা গেছে, ইতোমধ্যেই রায় পড়া শুরু হয়েছে। পুরান ঢাকার বকশীবাজারে স্থাপিত ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান দেশজুড়ে আলোচিত জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় ঘোষণা করবেন।

এদিকে, বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১২ টার দিকে রাজধানীর গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে গাড়িবহর নিয়ে আদালতের পথে রওনা হন খালেদা। কিন্তু রাজধানীর মগবাজার পর্যন্ত এগুতেই বাড়তে থাকে তাঁর গাড়িবহরকে ঘিরে দলীয় নেতা-কর্মীদের উপস্থিতি। এ সময় নেতা-কর্মীরা জ্বালাময়ী শ্লোগান দিতে থাকে।

বিশেষ করে সাত রাস্তা মোড় এলাকায় এসে বিএনপি নেতাকর্মীদের ঘেরাওয়ের মধ্যে পড়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়ি বহর। কড়া নিরাপত্তা বলয় থাকা সত্ত্বেও আটকানো যায়নি নেতাকর্মীদের ঢল। আধাঘণ্টায় তেজগাঁও সাত রাস্তা এসে পৌঁছালে হঠাৎ জড়ো হন কয়েকশ নেতাকর্মী।

নেতাকর্মীরা মিছিল-স্লোগানসহকারে খালেদার গাড়ি বহর আদালতের পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তবে হাতিরঝিল ক্রসিং পার হয়ে কাকরাইল এলাকায় এসে পৌঁছানোর সময় পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সামান্য ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। বিএনপি কর্মীরা বৃষ্টির মতো পুলিশের দিকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ এ সময় টিআরশেল নিক্ষেপ করে। এদিকে, রাজধানীর মৎস্য ভবন এলাকায় দু’টি মোটর সাইকেল জ্বালিয়ে দেয় বিএনপি’র কর্মীরা। এ সময় বিএনপি নেতা-কর্মীদের হামলায় দুই পুলিশ সদস্য আহত হন।

আরও পড়ুন ভেতরে প্রবেশ করতে পারেননি খালেদার সঙ্গে থাকা নেতা-কর্মীরা, আটক ১০

 

কালের আলো/ওএইচ

Print Friendly, PDF & Email