১৮ জুলাই হাসিনা সরকারের পতন শুরু, ৫ আগস্ট কেবল আনুষ্ঠানিকতা: ফখরুল

প্রকাশিতঃ 7:44 pm | July 18, 2025

কালের আলো ডেস্ক:

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ১৮ জুলাই ছিল শেখ হাসিনা শাসনের টার্নিং পয়েন্ট। ওইদিন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বন্দুকের সামনে দাঁড়িয়েছিল। অনেকেই শহিদ হয়েছেন। দেশের ইতিহাসে অন্যতম রক্তক্ষয়ী ছাত্র-পুলিশ সংঘর্ষ ঘটে সেদিন।

শুক্রবার (১৮ জুলাই) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।।

ফেসবুক পোস্টে ফখরুল লিখেছেন, ‘সরকার ভাবতেই পারেনি, রাজনীতির বাইরে থাকা এই তরুণরাই হবে সবচেয়ে সাহসী। তারাই বুক পেতে রক্ত দিল, কিছুই চাইল না। তাদের বিদ্রোহ ভেঙে দেয় দেশের ভয়, রাস্তায় আনে মিডল ক্লাস-আপার মিডল ক্লাসকে।’

তিনি আরও বলেন, ‘সেদিন থেকেই পতন শুরু হয়েছিল। ৫ আগস্ট কেবল ছিল আনুষ্ঠানিকতা।’

শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বিএনপি মহাসচিব লিখেছেন, ‘এই নিঃস্বার্থ তরুণদের জন্য রইল গভীর শ্রদ্ধা, তাদের পথেই মুক্তির আশা।’

কালের আলো/এমডিএইচ