আমূল সংস্কার না হলে রাজনৈতিক দুর্বৃত্তায়ন বন্ধ হবে না: ইসলামী আন্দোলন

প্রকাশিতঃ 11:31 pm | July 18, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

আমূল সংস্কার না হলে রাজনৈতিক দুর্বৃত্তায়ন বন্ধ হবে না, দেশ আগের অবস্থায় ফিরে যাবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ সেখ।

শুক্রবার (১৮ জুলাই) বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকারমের উত্তর গেইটে এক বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

গোপালগঞ্জে জুলাই যোদ্ধাদের উপর হামলা, সারাদেশে আইন-শৃঙ্খলার চরম অবনতি এবং ঢাকায় জাতিসংঘের মানবাধিকার অফিস স্থাপনের অনুমতি বাতিলের দাবিতে এ বিক্ষোভ মিছিল করে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ সেখ বলেন, আমূল সংস্কার না হলে দেশ আবার আগের অবস্থায় ফিরে যাবে। প্রশাসন, আইন ও নির্বাচন কমিশন অবশ্যই সংস্কার করতে হবে। তা না হলে দেশে রাজনৈতিক দুর্বৃত্তায়ন বন্ধ হবে না।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব বলেন, অধিকাংশ দল পিআর (সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন) চাইলেও একটি দল পিআর চাচ্ছে না।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, দেশব্যাপী আইনশৃঙ্খলার চরম অবনতি, সন্ত্রাস ও চাঁদাবাজদের দৌরাত্ম্যের কারণে যে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার জন্য প্রশাসনের ব্যর্থতাই দায়ী।

মাওলানা ইউনুস আহমদ বলেন, ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় আছে, পরিবহন ব্যবসায়ীরা চাঁদাবাজদের অত্যাচারে অতিষ্ঠ, রিকসা-ভ্যান, অটো চাঁদা ছাড়া রাস্তায় চলতে পারে না। এমন দেশের জন্য ছাত্র-জনতা জীবনবাজি রেখে লড়াই করেনি।

তিনি বলেন, কিছুদিন আগেও স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন, আমাদের দেশে কোনো জঙ্গি নেই। যখন জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের অনুমতি হয়েছে, তখনই দেশে নতুন করে জঙ্গি নাটক শুরু হয়েছে। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, যারা জঙ্গি নাটকের কলাকৌশলী ও অভিনেতা, তাদের সবাইকে জাতির সামনে স্পষ্ট করতে হবে এবং কঠোর শাস্তির আওতায় আনতে হবে।

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের বিষয়ে মাওলানা ইউনুস আহমদ বলেন, জুলাই যোদ্ধা ও শহীদ পরিবার এখনও যথাযথ ক্ষতিপূরণ পায়নি, আহতরা সুচিকিৎসার অভাবে এখনও হাসপাতালে কাতরাচ্ছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল মাওলানা শেখ ফজলে বারী মাসউদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, দলটির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, মাওলানা মুহাম্মদ আরিফুল ইসলাম, আব্দুল আউয়াল মজুমদার, মুফতী ফরিদুল ইসলাম, মুফতী মো. মাছউদুর রহমান, যুবনেতা মোহাম্মদ ইলিয়াস হোসাইন, ছাত্রনেতা মাহবুবুর রহমান নাহিয়ান।

সমাবেশ শেষে একটি মিছিল বায়তুল মোকাররম, পল্টন, বিজয়নগর হয়ে হাউজ বিল্ডিংয়ে এসে শেষ হয়।

কালের আলো/এএএন