পিআরে ভোট দিলেন মিরপুরের আমিনুলকে, এমপি হলেন সন্দ্বীপের বাবুল

প্রকাশিতঃ 10:03 pm | July 18, 2025

জ্যেষ্ঠ প্রতিবেদক, কালের আলো:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, যারা হাতপাখা নিয়ে ১৬ বছর আওয়ামী লীগকে বাতাস করেছে, তারা নাকি কোথাও পিআর (সংখ্যানুপাতিক) পদ্ধতি ছাড়া নির্বাচন চায় না। তাদের সঙ্গে যুক্ত হয়েছে আরেকটি দল, যে দলটি বাংলাদেশে বিভ্রান্তিমূলক রাজনীতি করেছে। এক সময় স্বাধীনতার বিরুদ্ধে গেছে। আরেক সময় জনগণের বিরুদ্ধে গেছে।

রাজধানীর মিরপুরের পল্লবীতে শুক্রবার (১৮ জুলাই) ঢাকা মহানগর বিএনপি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এতে প্রধান অতিথির বক্তব্যে সালাহউদ্দিন আহমদ বলেন, নির্বাচনের সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতি বাংলাদেশের মানুষ বোঝে না, চায়ও না। এসব রাজনৈতিক দল বিভ্রান্তিমূলক রাজনীতি করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে। তারা বিভ্রান্তি সৃষ্টির মাধ্যমে নির্বাচনকে বিলম্বিত করতে চায়। আমি নাম বলব না, আপনারাই বুঝে নেন।

তিনি বলেন, আজকে যারা রাজনীতিতে নতুন বাক্য বিশারদ হয়েছেন, তাদের উদ্দেশে নসিহত করছি। যারা বাংলাদেশে নতুন করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন, এই স্বপ্ন দেখা ভালো। কিন্তু কেউ যদি নির্বাচন পিছিয়ে দিয়ে, নির্বাচনকে অনিশ্চিত করে বা নির্বাচন না করে রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতে চায়, ষড়যন্ত্র করতে চায়, তাদের উদ্দেশ্য হচ্ছে ফ্যাসিবাদের দোসররা যেন আবার পুনর্বাসিত হয়। আমরা লক্ষ্য করছি, বাংলাদেশে বিভিন্নভাবে গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে বিভেদ সৃষ্টির পাঁয়তারা চলছে। যারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে একত্র হয়েছিল, তাদের মধ্যে বিভক্তি সৃষ্টির বিভিন্নরকম ষড়যন্ত্র করা হচ্ছে। সুতরাং আমাদের সতর্ক থাকতে হবে। বাংলাদেশে আমাদের গতিপথ নির্ধারিত হবে জনগণকে সঙ্গে নিয়ে, ফ্যাসিবাবিরোধী জাতীয় ঐক্যকে শক্তিশালী করে।

শেখ হাসিনার সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, আমরা দেখেছি, বাংলাদেশকে পাশের একটি রাষ্ট্রের করদ রাজ্য বানানোর জন্য বিগত ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা যারপরনাই চেষ্টা করেছে। তার উদ্দেশ্য সফল হয়েছে এইটুকু যে, শেষ পর্যন্ত তার আশ্রয়টা দিল্লিতেই হয়েছে। শেখ হাসিনা ও আওয়ামী লীগ এর রাজনৈতিক মৃত্যু হয়েছে বাংলাদেশ। কিন্তু দাফন হয়েছে দিল্লিতে। সুতরাং যারা এই শেখ হাসিনাকে বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে নিয়ে আসার জন্য নানান রকম প্লট এবং ষড়যন্ত্র করছেন, তাদের আমরা চিহ্নিত করব।

সংখ্যানুপাতিক নির্বাচন নিয়ে সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, যারা পিআর পদ্ধতির নামে বাংলাদেশের নির্বাচনের দাবি তুলছে, যারা বলছে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চাই, তাদের উদ্দেশ্য অসৎ। সুতরাং, যারা বিভ্রান্তি সৃষ্টির মধ্যে দিয়ে নির্বাচনকে বিলম্বিত করতে চায় অথবা অনিশ্চিত করতে চায়, তারাই বক্তব্য দিচ্ছে স্থানীয় সরকার নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচনের আগে হতে হবে। তাদের উদ্দেশ্য খারাপ। পিআর পদ্ধতি বলতে আমরা বুঝি ভোট দিলেন মিরপুরে আমিনুলকে আর এমপি পাবেন সন্দ্বীপের বাবুলকে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, সদস্য সচিব মোস্তফা জামান, সেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানি, যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন, ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

কালের আলো/এএএন