খুলনা-৩ আসনে এসএম কামালের পক্ষে গণজোয়ার, ভূমিদস্যুদের উৎখাত করার অঙ্গীকার

প্রকাশিতঃ 10:55 pm | November 28, 2023

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৩ আসনে প্রথমবারের মতো আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সাবেক ছাত্র নেতা ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এসএম কামাল। তাঁর মনোনয়নে উচ্ছ্বসিত নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ। আসনজুড়ে তৈরি হয়েছে আনন্দ আবহ এবং গণজোয়ার।

এসএম কামাল মঙ্গলবার (২৮ নভেম্বর) তার নির্বাচিত আসনের বিভিন্ন এলাকায় মসজিদে নামাজ আদায় করেন স্থানীয় মুসল্লিদের সঙ্গে। একই সঙ্গে তিনি খুলনা-৩ আসনকে দুর্নীতিবাজ, চাঁদাবাজ, মাদকমুক্ত ভূমিদস্যুদের উৎখাত করার জন্য সকলকে সহযোগীতা হাত বাড়িয়ে দিতে অনুরোধ জানিয়েছেন।

এর আগে গত রবিবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে খুলনা-৩ আসনের দলীয় প্রার্থী হিসেবে এস এম কামালের নাম ঘোষণা করেন দলের সম্পাদক ওবায়দুল কাদের। নাম ঘোষণার পর থেকে খুলনায় দলীয় নেতাকর্মীরা ছাড়াও সাধারণ মানুষেরা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন। এই আসনটিতে টানা তিনবার দলীয় মনোনয়নে নির্বাচিত বেগম মুন্নুজান সুফিয়ান শ্রমও কর্মসংস্থান মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী।

দলীয় মনোনয়ন পেয়েই আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এসএম কামাল খুলনায় সাধারণ মানুষের সঙ্গে মিশে তাদের দুঃখ-দুর্দশার কথা শুনছেন। তিনি মঙ্গলবার (২৮ নভেম্বর) খালিশপুর বিআইডসি রোড পিপলস এলাকায় জোহর নামাজ বাদ উপস্থিত সাধারণ মানুষ ও সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘আমি এই এলাকার মানুষ। আমার কৈশোর, ছাত্রজীবন এই খুলনা নিয়ে। আমি এই শ্রমিক অধ্যুষিত এলাকার মানুষ। আমি এই অঞ্চলের মানুষকে খুব ভালবাসি। আমার সবাই পরিচিত বা কেউ কেউ আত্মীয়। আমি এখন মানুষের ভালবাসা চাই। আমি শ্রমিক বান্ধব জনপ্রতিনিধি হতে চাই।’

কালের আলো/বিএসবি/এমএইচ