দেশে উন্নয়ন, সমৃদ্ধি এনেছে আওয়ামী লীগ : মসিক মেয়র

প্রকাশিতঃ 9:16 pm | November 13, 2023

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হয়েছে জানিয়ে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ও ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগ সভাপতি মোঃ ইকরামুল হক টিটু বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ দেশে উন্নয়ন এনেছে, সমৃদ্ধি এনেছে৷ অপরদিকে বিএনপি দেশে এনেছে আগুন সন্ত্রাস, অরাজকতা। আপনি উন্নয়নের সাথে থাকবেন না উন্নয়নবিরোধী অগ্নিসন্ত্রাসীদের সাথে থাকবেন সে সিদ্ধান্ত আপনার। সিদ্ধান্ত নিতে ভুল হলে পদে পদে তার খেসারত দিতে হবে।

সোমবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ৯ম ব্যাচের উদ্যোগে বিশ্ববিদ্যালয় চত্বরে আয়োজিত বাংলালিংক ইয়োথ ফেস্টে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন মেয়র।

অনুষ্ঠানে মেয়র তার বক্তব্যে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন তুলে ধরেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, জ্ঞানের প্রসার ঘটাতে হবে। সমৃদ্ধ বাংলাদেশ গড়ায় ভূমিকা রাখতে হবে। তবেই এ জ্ঞানার্জন তাৎপর্যপূর্ণ হয়ে উঠিবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৌমিত্র শেখর দে’র সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. আতাউর রহমান, বিজনেস এডমিনিস্ট্রেট বিভাগের ডীন প্রফেসর ড. রিয়াদ হাসান সহ অন্যান্য শিক্ষকবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্বগত বক্তব্য রাখেন ফিনান্স এন্ড ব্যাংকিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. তারিকুল ইসলাম।

কালের আলো/বিএসবি/এমএইচ

Print Friendly, PDF & Email