অজিদের কাঁপন ধরাচ্ছে আফগানরা

প্রকাশিতঃ 9:09 pm | November 07, 2023

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

২৯২ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে রীতিমতো ধুঁকছে অস্ট্রেলিয়া। টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতার দিনে হাল ধরতে পারেননি মার্নাস ল্যাবুশেন-জশ ইংলিশরাও। তাতে একশোর আগেই ৬ ব্যাটারকে হারিয়ে খাদের কিনারায় অজিরা। এই ম্যাচে জিততে হলে বাকি ৩৩ ওভার ২ বল থেকে ২০৫ রান করতে হবে প্যাট কামিন্সের দলকে।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ট্রাভিস হেডকে হারায় অস্ট্রেলিয়া। ডাক খেয়ে ফিরেছেন এই ওপেনার। তিনে নেমে ঝোড়ো শুরু করেন মিচেল মার্শ। তবে খুব বেশি দূর যেতে পারেননি। নাভিনের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ার আগে ১১ বলে করেছেন ২৪ রান।

মার্শ ফেরার পর আর বেশিক্ষণ টিকতে পারেননি ডেভিড ওয়ার্নারও। এই অভিজ্ঞ ওপেনার উইকেটে এসে সময় নিয়ে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি। সাজঘরে ফেরার আগে ২৯ বলে করেছেন ১৮ রান। মার্কাস স্টইনিশ-জশ ইংলিশরাও রান পাননি। এই দুই ব্যাটার ফিরেছেন দুই অঙ্ক ছোঁয়ার আগেই। তাতে ৮৭ রান তুলতেই ৬ উইকেট হারায় অজিরা।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯১ রান তোলেছে আফগানিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ১২৯ রান করেছেন ইব্রাহিম জাদরান। অজিদের হয়ে ৩৯ রানে ২ উইকেট শিকার করেছেন জশ হ্যাজেলউড।

কালের আলো/এসএমআর

Print Friendly, PDF & Email