ব্যাপক সাড়া পাচ্ছেন অরুণা বিশ্বাস

প্রকাশিতঃ 10:56 am | November 06, 2023

শোবিজ ডেস্ক, কালের আলো:

অভিনেত্রী অরুণা বিশ্বাসের চলচ্চিত্র পরিচালক হিসেবে অভিষেক হয়ে গেল। গত শুক্রবার মুক্তি পেয়েছে তার নির্মিত প্রথম সিনেমা ‘অসম্ভব’। সরকারি অনুদানে এ সিনেমাটি প্রযোজনা করেছে ‘যাত্রা ভিশন’। সিনেমাটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, জ্যোৎস্না, বিশ্বাস, অরুণা বিশ্বাস, গাজী আব্দুন নূর, সোহানা সাবা, স্বাগতা, শতাব্দী ওয়াদুদসহ অনেকে।

সিনেমাটি গল্প ও গানের কারণে দর্শক সাড়া পাচ্ছে। অরুণা বিশ্বাসও চেষ্টা করছেন বিভিন্ন হলে গিয়ে নিজের প্রথম পরিচালিত সিনেমার খবরাখবর জানতে। বিশেষত তার এই যাত্রায় হলে হলে সঙ্গী হয়েছেন সিনেমার নতুন জুটি সোহানা সাবা ও নূর, সঙ্গে আরও ছিলেন অরুণার ছোট ভাই মিঠু।

একটি সিনেমা একজন পরিচালকের সারা জীবনের স্বপ্ন। তাই তিনি নিজে শ্রম দিয়ে অনেক কষ্ট করে কী নির্মাণ করেছেন এবং সিনেমার মধ্য দিয়ে তিনি কী বলতে চেয়েছেন, তা দেখার জন্যই মূলত অরুণা বিশ্বাস দর্শককে হলে যাওয়ার নিমন্ত্রণ করেছেন।। অরুণা বলেন, “আমার বিশ্বাস ছিল যে, যারা সিনেমা হলে যাবেন, এটি দেখবেন তাদের অবশ্যই সিনেমাটি ভালো লাগবে। আমি স্টার সিনেপ্লেক্সাসহ বেশ কয়েকটি হলে গেছি। হলে গিয়ে দর্শকের সঙ্গে বসে সিনেমাটি উপভোগ করেছি। দর্শকের কাছ থেকে সিনেমাটি ঘিরে যে প্রশংসা পেয়েছি বিশেষত যাত্রাশিল্পী নিয়ে তাদের মনে যে কষ্ট দেখেছি এবং এই শিল্পকে ঘিরে তারা যে আরও কত কিছু আশা করেন, স্বপ্ন দেখেন, তা অনুভব করেছি। সিনেমা যে মানুষের মনের ভাষা বুঝে, তা দর্শকের সঙ্গে কথা বলে বুঝেছি। সিনেমা যে মানুষের মনের মধ্যে আশার সঞ্চার করে, তাও উপলব্ধি করেছি। সিনেমা শেষে দর্শকের কাছ থেকে এত এত ভালোবাসা পাব, তা কল্পনাও করিনি আমি। দর্শকের এই ভালোবাসার কাছে আমি, আমার পুরো অসম্ভব টিম

এই ভালোবাসা আসলে কোনো কিছুর বিনিময়ে পাওয়া যায় না। এই ভালোবাসা শুধু কাজ দিয়ে, অভিনয় দিয়ে, সৃষ্টি দিয়ে, নির্মাণ দিয়েই পাওয়া সম্ভব। অসম্ভব এখনও হলে হলে চলছে। আপনারা সপরিবারে হলে গিয়ে সিনেমাটি দেখে আসুন। ভালো লাগবে। এদিকে যুক্তরাষ্ট্র থেকে মেসেঞ্জারে একুশে

পদকপ্রাপ্ত অভিনেতা আবুল হায়াত বলেন, দীর্ঘদিন পর আমার অভিনীত কোনো সিনেমা মুক্তি পেল। ইচ্ছে ছিল হলে গিয়ে। সিনেমাটি দেখার। কিন্তু দেশের বাইরে থাকায় সেই সুযোগ হয়নি। তারপরও অনেকেই সিনেমা দেখে তাদের অনুভূতি জানাচ্ছেন আমাকে যে অরুণা একটি ভালো সিনেমা নির্মাণ করেছে। অরুণার জন্য অনেক অনেক দোয়া আর শুভকামনা রইল।”

‘অসম্ভব’ চলচ্চিত্রে নির্মিত গানের গীতিকার রবীন্দ্রনাথ ঠাকুর, অতুল প্রসাদ সেন, ভৈরব নাথ গঙ্গোপাধ্যায় এবং গাজী মাজহারুল আনোয়ার।

গানগুলোতে কণ্ঠ দিয়েছেন অণিমা রায়, চম্পা বণিক। অরুণা বিশ্বাসের মূল কাহিনী এবং সার্বিক তত্ত্বাবধানে প্রসূন বিশ্বাস মিঠু। সংলাপ এ কাহিনী বিন্যাসে ছিলেন মুজতবা সউদ।

কালের আলো/এমএইচ/এসবি