ঢাকায় সকাল থেকে অন্তত ৪ বাসে আগুন

প্রকাশিতঃ 12:08 pm | October 29, 2023

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

আজ সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে বিএনপি-জামায়াত। এদিন সকালেই রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ৪টি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আর এই আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর।

রোববার (২৯ অক্টোবর) সকালে এ তথ্য জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া শাখার প্রধান (ভারপ্রাপ্ত) শাহজাহান শিকদার।

আগুন দেওয়ার মধ্যে- বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ‘শেকড়’ পরিবহনের একটি, মোহাম্মদপুর চার রাস্তার মোড়ে ‘স্বাধীন’ পরিবহনের একটি, মোহাম্মদপুর টাউন হলের সামনে ‘পরিস্থান’ পরিবহনের একটি ও বংশালে ‘বিহঙ্গ’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে।

মোহাম্মদপুর চার রাস্তার মোড়ে সড়কে দাঁড়িয়ে থাকা স্বাধীন পরিবহনের বাসটিতে অগ্নিসংযোগ করা হয় ভোর সাড়ে ৫টার দিকে। স্থানীয়রা জানান, এদিন ভোরে দাঁড়িয়ে থাকা বাসটির কাছে তিন জন ব্যক্তি আসে। তাদের মধ্য থেকে একজন পেট্রোল ঢেলে বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পরে স্থানীয়রা একজনকে আটক করেছে। বর্তমানে ওই ব্যক্তি মোহাম্মদপুর থানায় রয়েছেন।

শাজাহান শিকদার বাংলা ট্রিবিউনকে জানান, সকাল থেকে তিনটি আগুনে কাজ করেছে ফায়ার সার্ভিস। এর মধ্যে সকাল ৯টার সময় বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ‘শেকড়’ পরিবহনের একটি গাড়িতে অগ্নিনির্বাপণ করে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট। আর সকাল ১০টার দিকে পরিস্থান পরিবহনের বাসটিতে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট পুলিশ নিরাপত্তায় আগুন নির্বাপণ করে।

এছাড়াও সকাল সাড়ে ১০টার দিকে তাঁতিবাজার মোড়, বংশাল, ঢাকায় ‘বিহঙ্গ’ পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসে আগুন লাগলে সদরঘাট ফায়ার স্টেশনের দুটি ইউনিট পুলিশ নিরাপত্তায় আগুন নির্বাপণ করে।

কালের আলো/ডিএস/এমআরএম

Print Friendly, PDF & Email