থমথমে কাকরাইলে থেমে থেমে সংঘর্ষ, মাঠে বিজিবি

প্রকাশিতঃ 2:45 pm | October 28, 2023

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

রাজধানীর কাকরাইলে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ থেমে থেমে চলছে। শনিবার (২৮ অক্টোবর) বেলা ১টা ৪০ মিনিটের দিকে কাকরাইলে অবস্থিত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইন্সটিটিউশনের ভেতর দুটি গাড়িতে আগুন ধরিয়ে দেন বিএনপি কর্মীরা। পরে পুলিশের জলকামান গাড়ি থেকে সেই আগুন নেভানোর চেষ্টা করা হয়।

এদিকে সংঘর্ষের এক পর্যায়ে বিএনপি নেতাকর্মীরা কাকরাইল থেকে একটু পিছু হটে নাইটেঙ্গেল মোড়ের দিকে অবস্থান নিয়েছেন। এছাড়া পুলিশ সদস্যরা সামনের দিকে এগিয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনের ভবনের সামনে দাঁড়িয়ে টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট নিক্ষেপ করছেন।

সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। বেশ কয়েকটি স্থানে আগুন দেওয়া হয়েছে। কাকরাইল অডিট ভবনের সামনে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নেমেছে বিজিবিও।

জানা গেছে, দুপুরের দিকে কাকরাইল এলাকা ঘুরে দেখা যায়, পুরো এলাকা পুলিশের নিয়ন্ত্রণে। তবে বিচ্ছিন্নভাবে বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে এগোচ্ছেন সমাবেশের দিকে।

এ সময় টিয়ার শেল নিক্ষেপ করে বিএনপির নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা চালায় পুলিশ। অন্যদিকে, বিএনপির নেতাকর্মীরা ইট-পাটকেল নিক্ষেপ করে পুলিশের ওপর।

সংঘর্ষে বেশ কয়েকজন পুলিশ ও বিএনপির নেতাকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

কালের আলো/ড৪ইএস/এমএম

Print Friendly, PDF & Email