হামাসের হাতে আটক বেশিরভাগ ইসরায়েলি জীবিত আছেন
প্রকাশিতঃ 7:43 pm | October 20, 2023

আন্তর্জাতিক ডেস্ক,কালের আলো:
গত ৭ অক্টোবর ইসরায়েলে ঢুকে পড়েন ফিলিস্তিনিরা
ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস গত ৭ অক্টোবর যেসব ইসরায়েলিকে ধরে নিয়ে গেছে তাদের বেশিরভাগই জীবিত আছেন।
শুক্রবার (২০ অক্টোবর) এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, হামাসের হাতে প্রায় ২০০ ইসরায়েলি জিম্মি অবস্থায় রয়েছেন। এছাড়া হামাস কিছু ইসরায়েলির মরদেহও নিয়ে গেছে বলে দাবি করেছে তারা।
এ ব্যাপারে সেনাবাহিনী বলেছে, ‘বেশিরভাগ জিম্মি জীবিত আছেন। এছাড়া কিছু মরদেহও রয়েছে; যেগুলো গাজা উপত্যকায় নিয়ে যাওয়া হয়েছে।’
সেনাবাহিনী দাবি করেছে, হামাস যাদের জিম্মি করেছে তাদের মধ্যে ২০ জন হলো শিশু। যাদের বয়স ১৮ বছরের নিচে। অপরদিকে ১০ থেকে ২০ জনের বয়স ৬০ বছরের মধ্যে।
গত ৭ অক্টোবর ইসরায়েলের অবৈধ বসতি লক্ষ্য করে ভয়াবহ হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। তাদের এ হামলায় নিহত হয়েছেন ১ হাজার ৪০০ ইসরায়েলি। ফিলিস্তিনকে দ্বিখণ্ডিত করে সৃষ্টি হওয়া ইসরায়েল তাদের গত ৭৫ বছরের ইতিহাসে কখনো এ ধরনের পরিস্থিতিতে পড়েনি।
ওই হামলায় অবৈধ বসতিস্থাপনকারী ইসরায়েলিদের হত্যা করা ছাড়াও কিছু ইসরায়েলিকে ধরে নিয়ে যায় হামাস।
তবে হামাসের এ হামলার জবাবে ইসরায়েলের বিমানবাহিনী ওইদিন থেকে গাজায় হামলা চালানো শুরু করে। যা গত ১৪ দিন ধরে অব্যাহত আছে। ইসরায়েলি বাহিনীর এ বিরতিহীন হামলায় এখন পর্যন্ত ৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ১৩ হাজারের বেশি মানুষ। ইসরায়েলের হামলায় যেসব ফিলিস্তিনি নিহত হয়েছেন তাদের মধ্যে ১ হাজার ৬০০ জনই হলো শিশু।
সূত্র: আল জাজিরা
কালের আলো/এসএম