২৫৯ রানের জুটির পর দুই বলে দুই উইকেট হারালো অস্ট্রেলিয়া

প্রকাশিতঃ 5:21 pm | October 20, 2023

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

৩৩.৪ ওভারে ২৫৯ রান। মারকুটে ব্যাটিংয়ের সঙ্গে জোড়া সেঞ্চুরিও তুলে নেন মিচেল মার্শ আর ডেভিড ওয়ার্নার। একটি উইকেটের জন্য রীতিমত হাহাকার করছিল পাকিস্তান।
অবশেষে ম্যারাথন ওপেনিং জুটিটি ভাঙলেন শাহিন শাহ আফ্রিদি। শর্ট ফাইন লেগে উসামা মীরের হাতে ক্যাচ দিলেন মার্শ। ১০৮ বলে ১২১ রানের ইনিংসে ১০টি বাউন্ডারি আর ৯টি ছক্কা হাঁকান মার্শ। এটি তার ক্যারিয়ারসেরা ইনিংসও।

বিধ্বংসী ওপেনিং জুটি ভাঙার পরের বলে আরও একটি উইকেট তুলে নিয়েছেন শাহিন আফ্রিদি। মিডঅনে তুলে মারতে গিয়ে বাবর আজমের ক্যাচ হয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল (১ বলে ০)।এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৫.৩ ওভার শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ২ উইকেটে ২৬৭ রান। ডেভিড ওয়ার্নার ১২৭ আর স্টিভেন স্মিথ ৪ রানে অপরাজিত আছেন।
ওয়ার্নার তুলে নিয়েছেন ওয়ানডে ক্যারিয়ারের ২১তম সেঞ্চুরি, মিচেল মার্শের সেঞ্চুরিটি ছিল তার ক্যারিয়ারের দ্বিতীয়।
বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে এর আগে টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান পাকিস্তানি অধিনায়ক বাবর আজম।

কালের আলো/এসএম