শেখ রাসেলের সমাধিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের শ্রদ্ধা

প্রকাশিতঃ 2:31 pm | October 18, 2023

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন ও ‘শেখ রাসেল দিবস’ উপলক্ষ্যে শেখ রাসেলের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বুধবার (১৮ অক্টোবর) সকালে রাজধানীর বনানী কবরস্থানে তার সমাধিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহ্‌রিয়ার আলম। পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব) মাসুদ ‍বিন মোমেনসহ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে শেখ রাসেলের প্রতিকৃতিতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এছাড়া বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিদেশস্থ বাংলাদেশ দূতাবাসসমূহেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়।

কালের আলো/বিএসবি/এমএম

Print Friendly, PDF & Email