মিরপুরে চলছে রোদ-বৃষ্টির খেলা

প্রকাশিতঃ 1:22 pm | September 21, 2023

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে কিছুক্ষণ পর মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ দল। তবে আজ সকাল থেকেই সিরিজের ভেন্যু মিরপুরের হোম অব ক্রিকেটে চলছে রোদ-বৃষ্টির খেলা। কিছুক্ষণ পরপর গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে।

দুপুর ১২টা বেজে ৩ মিনিট থেকেই শুরু হয়ে হালকা ধরণের বৃষ্টি। তৎক্ষণাৎ ঢেকে দেওয়া হয় কাভার। যদিও প্রথম দফার সেই বৃষ্টি থেমে যায় ১২টা ১১ মিনিটে। এরপর ১২টা ১৭ মিনিট থেকে শুরু হয় আবারও বৃষ্টি। মিনিট চারেক পর আবারও থেমে যায় বৃষ্টি। পরক্ষণেই রোদ হেসে উঠে মিরপুরের আকাশে।

এ প্রতিবেদন লেখার সময় ফের কালো মেঘে ঢেকে গেছে মিরপুরের আকাশ। যে কোনো সময় নামতে পারে বৃষ্টি।

এর আগে গতকাল বৃষ্টির কারণে অনুশীলনও করতে পারেনি বাংলাদেশ। বলতে গেলে প্রস্তুতি ছাড়াই আজ মাঠে নামতে যাচ্ছে লিটন দাসের দল।

আবহাওয়ার পূর্বাভাস জানাচ্ছে, বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) ৯০ শতাংশ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪৩ কিলোমিটার। আর সারাদিন থেমে থেমে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশের ম্যাচ শুরু হবে ২ টায়। তবে বিকেল চারটা পর্যন্ত প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অতিরিক্ত বৃষ্টি হলে অন্তত ২০ ওভার করে ম্যাচ করার চিন্তা করবে আয়োজকরা। আইসিসির নিয়ম অনুযায়ী, একটি ওয়ানডে ম্যাচে প্রতি ইনিংসে কমপক্ষে ২০ ওভার খেলা হওয়া বাধ্যতামূলক। আর তার কম খেলা হলে ম্যাচটি পরিত্যাক্ত ঘোষণা করা হবে। যদিও তেমন ভারি বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে।

কালের আলো/এমএএইচইউ

Print Friendly, PDF & Email