৪ ঘণ্টা পর ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক

প্রকাশিতঃ 4:29 pm | September 03, 2023

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

চাকরি স্থায়ীকরণের দাবিতে আন্দোলনরত বাংলাদেশ রেলওয়ের অস্থায়ী শ্রমিকদের রেললাইন থেকে সরিয়ে দিয়েছে পুলিশ। এতে চার ঘণ্টারও বেশি সময় বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান ট্রেন চলাচাল স্বাভাবিক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে রোববার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে রাজধানীর মালিবাগে রেললাইন অবরোধ করেন শ্রমিকরা। এতে ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

হায়াতুল ইসলাম খান বলেন, রেলওয়ে পুলিশ আন্দোলনরত শ্রমিকদের সরে যেতে দুপুর সোয়া ২টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে তারা অবরোধ প্রত্যাহার না করলে পুলিশ সেখান থেকে তাদের সরিয়ে দেয়। এতে রেলওয়ে পুলিশকে সহযোগিতা করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

ঢাকা রেলওয়ে অঞ্চলের ব্যবস্থাপক শফিকুর রহমান বলেন, আন্দোলনরত রেল শ্রমিকদের সঙ্গে কয়েক দফা আলোচনার পরও তারা আইন নিজের হাতে তুলে নেয়। তারা রেল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধানের চেষ্টা করলে সেটি আরও ফলপ্রসূ হবে।

কালের আলো/এমএইচ/এসবি