কবি শরীফুল ইসলাম সরকারের জন্মদিন উদযাপন ও সাহিত্য আড্ডা

প্রকাশিতঃ 12:36 pm | February 06, 2018

স্টাফ রিপোর্টার, কালের আলো: কবি শরীফুল ইসলাম সরকারের জন্মদিন উপলক্ষে কেক কাটা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সন্ধ্যায় বাতিকল প্রকাশনীর উদ্যোগে ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলন কার্যালয়ে এ সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সাবেক ছাত্রনেতা ও ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ নেতা কাজী আজাদ জাহান শামীম, ময়মনসিংহ নাগরিক আন্দোলন কমিটির সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার নুরুল আমীন কালাম, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ নেতা ডক্টর সিরাজুল ইসলাম, জেলা আওয়ামী লীগ নেতা সাব্বির আহমেদ চৌধুরী মিরন, ময়মনসিংহ বঙ্গবন্ধু পরিষদ এর সাধারন সম্পাদক ও অন্যতম কবি মাহমুদ আল মামুন, ত্রিশাল উপজেলা আওয়ামী লীগ নেতা মোঃ ইকবাল হোসেন, অধ্যক্ষ মনিরুজ্জামান মিন্টু, কবি মুজাহিদুল ইসলাম নাজিম, কবি কাঙ্গাল শাহীন প্রমুখ।

এ পর্যন্ত কবি শরীফুল ইসলাম সরকারের তিনটি কাব্যগ্রন্থ বই মেলায় প্রকাশিত হয়েছে। এছাড়াও তিনি বঙ্গবন্ধু শিশু একাডেমি ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।