ভোটে টাকা লেনদেন, মির্জা আব্বাসের ২ কর্মী আটক
প্রকাশিতঃ 6:18 pm | December 24, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
ধানের শীষ প্রতীকে ভোট চাইতে গিয়ে টাকার লেনদেনের সময় হাতেনাতে বিএনপির দুই কর্মীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবির অতিরিক্ত উপ-কমিশনার আতিক বিষয়টি নিশ্চিত করেছেন।
সোমবার দুপুর আড়াইটার দিকে শাহজাহানপুর এলাকার আল বারাকা হাসপাতালের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটককৃত বিএনপির দুই কর্মী হলেন-মোহিত ও শহীদ। আটক দুইজনই ঢাকা-৮ আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের পক্ষে ভোট চাইছিলেন।
আটক বিএনপির দুই কর্মী জানান, আটক দুইজন মির্জা আব্বাসের পক্ষে ভোট চাইছিলেন এবং অবৈধভাবে ভোটারদের টাকা দিচ্ছিলেন। এদের মধ্যে শহীদ মির্জা আব্বাসের ভাই মির্জা খোকনের বন্ধু।
তারা জানায়, নির্বাচন উপলক্ষে মালয়েশিয়া থেকে এই টাকা এসেছে। তাৎক্ষণিকভাবে তাদের কাছ থেকে ৪ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।
কালের আলো/এএ/এমএইচএ