ফুলবাড়িয়ায় ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২

প্রকাশিতঃ 3:43 pm | December 24, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভবানীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি শাহীনুর মল্লিক জীবন এবং উপজেলার নাওগাঁও ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুর রহিমকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

সোমবার (২৪ ডিসেম্বর) দুপুরে ফুলবাড়িয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সাইদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নাশকতা মামলায় রোববার রাত ১২ টার দিকে পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে ইউপি চেয়ারম্যান শাহীনুর মল্লিক জীবনকে এবং সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে কেশরগঞ্জ বাজার থেকে ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুর রহিমকে গ্রেফতার করা হয়েছে।

কালের আলো/ওএইচ