যারা ভোট দিতে বাধা দেয় তারা স্বাধীনতাবিরোধী: ড. কামাল

প্রকাশিতঃ 3:09 pm | December 24, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

নির্বাচনী প্রচারণায় হামলাকারীদের উদ্দেশ্য করে জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান নেতা ড. কামাল হোসেন বলেন, ‘যারা ভোট দিতে বাঁধা দেয় তারা স্বাধীনতাবিরোধী, ইয়াহিয়া খানের উত্তরসূরি। আমরা আজ সংবিধানের পক্ষে অবস্থান নিয়েছি। যেখানে লেখা আছে দেশের মালিক জনগণ।’

সোমবার (২৪ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ‘জাতীয় সংসদ নির্বাচন ও পেশাজীবীদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ (বিএসপিপি) এ আলোচনা সভার আয়োজন করে।

ড. কামাল হোসেন বলেন, ‘কি আশ্চর্য! আমাদের ভোট দিতে আন্দোলন করতে হবে? স্বাধীনতার ৪৭ বছর পরও ভোট দিতে বাধা দেয়া হচ্ছে। যারা বাধা দিচ্ছে এরা কারা? বঙ্গবন্ধুর আদেশ মানে না এরা কারা? এদেশের স্বাধীনতা রক্ষা করা মানে ভোট দিয়ে রক্ষা করতে হবে।

তিনি আরও বলেন, ‘আসো সামনাসামনি। চ্যালেঞ্জ দিয়ে বলছি, সামনাসামনি আসো। লক্ষ লক্ষ মানুষকে হত্যা করবা, কিন্তু ১৬ কোটি মানুষকে হত্যা করতে পারবা না।’

গণফোরামের এ সভাপতি বলেন, ‘অনির্বাচিতভাবেই এদেশ শাসন করা হচ্ছে, এটা আমরা মেনে নিতে পারব না। এ দেশের মালিক জনগণ, কোনো স্বৈরাচারকে একদিনের জন্যও দিতে চাই না। স্বাধীন দেশের মানুষ কোনো প্রজা নয়, তারা নাগরিক। যারা দেশ স্বাধীন করেছে তারা মনে করছে দেশে প্রজাতন্ত চলছে। আমরা সবাই প্রজা। তাদের বলি মাথাটা ঠিক করুন, আমরা প্রজা নয়। আমরা নাগরিক।’

তিনি বলেন, ‘যারা মনে করেন আমাদের ভয় দেখালে আমরা ভয় পেয়ে যাবো। এটা ভুল ধারণা। এদেশে বাঙালি ভয় পায় না। যারা হুমকি দেয়, গুন্ডা লেলিয়ে দেয়, তারা কাপুরুষ। ৩০ তারিখে আমাদের সকাল সকাল ভোট কেন্দ্রে যেতে হবে ভোট দিতে হবে। শুধু ভোট দিলেই হবে না ভোট পাহারা দিতে হবে।’

আইজি ও অ্যাডিশনাল আইজিকে উদ্দেশ্য করে ড. কামাল বলেন, ‘অন্যায় আদেশ পালন করা অপরাধ। আপনারা বলে দিন কোনো বেআইনি আদেশ পালন করবেন না। পুলিশ মুক্তিযুদ্ধের অনুসারী, তাদের অনুসারী হিসেবে বেআইনি আদেশ মানবেন না। যারা উপর থেকে আদেশ দেন তারা বেআইনি আদেশ দিচ্ছেন। এটা অপরাধ। আইজি থেকে শুরু করে কনস্টেবল পর্যন্ত আপনারা বলে দিন দুঃখিত, বেআইনি আদেশ পালন করতে পারব না।’

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ‘আজকে সেনাবাহিনী নামছে। আশা করব তারা যেন নিরপেক্ষ থাকে। সেনাবাহিনী যদি নিরপেক্ষ থাকে জাতীয় ঐক্যফ্রন্টের বিজয় হবে।’

পেশাজীবী পরিষদের সভাপতি শওকত মাহমুদের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন- কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, গণফোরামের নির্বাহী সভাপতি ও ঢাকা-৬ আসনে ধানের শীষের প্রার্থী সুব্রত চৌধুরী, ঢাকা-৭ আসনে ধানের শীষের প্রার্থী মোস্তফা মহসীন মন্টু, ঢাকা ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজী প্রমুখ।

কালের আলো/ওএইচ

Print Friendly, PDF & Email