ওবায়দুল কাদেরের অঙ্গীকার ও দীপু মনির আশাবাদ

প্রকাশিতঃ 10:29 pm | March 11, 2023

বিশেষ সংবাদদাতা, কালের আলো, ময়মনসিংহ থেকে :

ময়মনসিংহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাকে সফল করতে একদিন আগেই ময়মনসিংহ আসেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আগের রাতে প্রস্তুতির শেষ মুহুর্তে জনসভা মাঠ পরিদর্শন করার পাশাপাশি গণমাধ্যমের সঙ্গেও কথা বলেন তিনি। জনসভায় শেখ হাসিনার মূল বার্তা কী হবে সেটি উপস্থাপন করেন। নগরীর ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে জনসভার মঞ্চে শনিবার (১১ মার্চ) বিকেলে ওবায়দুল কাদের নিজেদের দৃঢ় অঙ্গীকারের কথা তুলে ধরেন। স্পষ্ট ভাষায় বলেন, ‘এই বিএনপির হাতে আমরা বাংলাদেশ ফিরিয়ে দেবো না। আমাদের প্রাণ থাকতে, এই দেশের মুক্তিযোদ্ধারা বেঁচে থাকতে আমরা কখনও এই দেশ বিএনপির অপশক্তি, সাম্প্রদায়িক শক্তির হাতে ক্ষমতা ছেড়ে দেবো না।’

আরও পড়ুন: ময়মনসিংহে ‘জনসমুদ্র’ নয় ‘মহাসমুদ্র’; টিম ওয়ার্কে সফল জেলা ও মহানগর আ.লীগ

ওবায়দুল কাদেরের বক্তব্যে উচ্ছ্বসিত হয়ে উঠেন জনসভায় উপস্থিত লক্ষ লক্ষ দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ। তিনি বলেন, ‘অন্তর জ্বালায় মরে বিএনপি, কি করে পদ্মা সেতু মেট্রোরেল এত উন্নয়ন হলো। আজকে জ্বালা আর জ্বালা। মানুষের চোখ জুড়ে যায়, কিন্তু বিএনপির জ্বালা, বুকের ব্যথা বাড়ে। আপনারা ঠিক আছেন? খেলা তাহলে হবে। খেলা হবে জোরদার খেলা হবে। আন্দোলনে খেলা হবে, নির্বাচনে হবে। দুর্নীতিবাজ, অর্থচুরি, জঙ্গিবাদের বিরুদ্ধে খেলা হবে। ময়মনসিংহ প্রস্তুত, শুধু অপেক্ষা শেখ হাসিনার ডাকের।’

তিনি আরও বলেন, ‘বিএনপি আন্দোলনে পথ হারিয়ে দিশেহারা। আন্দোলন করার শক্তি তাদের নেই। দৌড়াতে দৌড়াতে এখন মানববন্ধনে দাঁড়িয়ে গেছে। কী দুরবস্থা! তাদের শক্তি কমে গেছে, কিন্তু মুখের বিষ কমেনি। আরও উগ্র হয়ে গেছে। প্রতিদিন বিএনপি নেতারা গালিগালাজ করে অশ্রাব্য ভাষায়।’

আরও পড়ুন: ১০৩ টি প্রকল্পের উদ্বোধন কী ধ্বংসের নমুনা?, ময়মনসিংহের জনসমুদ্রে প্রশ্ন প্রধানমন্ত্রীর

বিএনপিকে উদ্দেশ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘এতদিন দৌড়াতে দৌড়াতে এখন দাঁড়িয়ে গেছে। এখন দাঁড়িয়ে গেছে মানববন্ধনে। কোথায় যাবে এখন? ফান্দে পড়িয়া বগা কান্দে। একদিকে লন্ডনের ফরমায়েশ, অন্যদিকে টাকাওয়ালারা। ফখরুল এখন দিশেহারা। ধানের শিষ হলো পেটের বিষ।’

তিনি বলেন, ‘আজকে কী দেখলাম? লোকে বলে ময়মনসিংহ হচ্ছে আওয়ামী লীগের দুর্ভেদ্য দুর্গ। এই ভরা রৌদে বঙ্গবন্ধুকন্যাকে একজনর দেখার জন্য অগণিত মানুষ এখানে ছুটে এসেছেন। আজকে আবারও প্রমাণিত হলো এই ময়মনসিংহ বঙ্গবন্ধু ও শেখ হাসিনার দুর্জয় ঘাঁটি।’

ওবায়দুল কাদের বলেন, ‘ময়মনসিংহের গ্রাম শহর হয়ে গেছে। ঘরে ঘরে বিদ্যুৎ। একসঙ্গে ৭৩টি প্রকল্পের উদ্বোধন, শুনেছেন কখনও? আপনারা ভোট দিয়েছেন বলেই এত উন্নয়ন।’

আরও পড়ুন : উচ্ছ্বসিত ও আনন্দিত ময়মনসিংহ; ১০৩ টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর

ময়মনসিংহের এই জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি। তিনি একই সঙ্গে আওয়ামী লীগের ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক টিমেরও প্রধান। এই জনসভাকে মহিমান্বিত করতে তিনি একাধিকবার ময়মনসিংহ ছুটে গেছেন। জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে বসেছেন। প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেছেন।

জনসভার মঞ্চে আশাবাদী কন্ঠে শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি বলেন, ‘আমরা আর কোন রকমের জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা ও একদিনে ৫০০ বোমা দেখতে চাই না। আমরা আর কোনও হাওয়া ভবন বা খোয়াব ভবন দেখতে চাই না। আমরা দেখতে চাই শেখ হাসিনার নেতৃত্বে একদিনে ১০০ সেতুর উদ্বোধন, একদিনে ১০০ সড়কের উদ্বোধন। আজকে ময়মনসিংহের বিভাগীয় জনসভা থেকে ১০৩ টি প্রকল্পের উদ্বোধন আমরা দেশের উন্নয়নকে দেখতে চাই, সেজন্য বারবার দরকার শেখ হাসিনার সরকার।’

আওয়ামী লীগের টানা ৫ বারের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে আমরা এগিয়ে চলেছি। আজ ডিজিটাল ও মধ্যম আয়ের বাংলাদেশ হয়েছে। তাঁর নেতৃত্বে আমরা স্মার্ট, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবো। বাংলার জনগণের কাছে আমরা কৃতজ্ঞ। তাঁরা বঙ্গবন্ধুকন্যাকে নৌকায় ভোট দিয়ে সুযোগ দিয়েছে দেশ ও জনগণেল সেবা করার। ইনশাআল্লাহ আগামী নির্বাচনেও নৌকায় ভোট দিয়ে এই দেশকে স্মার্ট বাংলাদেশ করার সুযোগ দেবে।’

কালের আলো/এমএএএমকে