এয়ার ভাইস মার্শাল পদবীর কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা বিমান বাহিনী প্রধানের

প্রকাশিতঃ 9:39 pm | July 08, 2025

বিশেষ সংবাদদাতা, কালের আলো:

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণের পর দ্বিতীয়বারের মতো এয়ার ভাইস মার্শাল পদবীর কর্মকর্তাদের সঙ্গে বসেছেন এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। মঙ্গলবার (৮ জুলাই) ঢাকা সেনানিবাসস্থ বিমান বাহিনী সদর দপ্তরে বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার মার্শাল সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার জন্য তিনি বাংলাদেশ বিমান বাহিনীর প্রতিটি সদস্যের প্রতিও আহবান জানিয়েছেন।

এ সময় সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান, সহকারী বিমান বাহিনী প্রধান (প্রশাসন) এয়ার ভাইস মার্শাল রুসাদ দীন আছাদ, সহকারী বিমান বাহিনী প্রধান (পরিকল্পনা) শরীফ উদ্দিন সরকার, এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবীর ভূইয়া, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো.মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ বিভিন্ন ঘাঁটি অধিনায়ক ও এয়ার ভাইস মার্শাল পদবীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে চলতি বছরের শুক্রবার (২৪ জানুয়ারি) চট্টগ্রামস্থ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক-এ চলতি বছরের বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার মার্শাল সম্মেলনে প্রথমবারের মতো এয়ার ভাইস মার্শাল পদবীর কর্মকর্তাদের সঙ্গে মিলিত হয়েছিলেন বিমান বাহিনী প্রধান।

বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার মার্শাল সম্মেলনে বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন দেশের আকাশসীমা রক্ষার পাশাপাশি দেশমাতৃকার সেবায় বাংলাদেশ বিমান বাহিনীর অবদানের কথা গুরুত্বের সঙ্গে উল্লেখ করেন। এ সময় তিনি আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার জন্য বাংলাদেশ বিমান বাহিনীর সকল সদস্যের প্রতি আহবান জানান।

আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, অনুষ্ঠানে বিমান বাহিনী প্রধান বলেন, ‘দেশের আকাশসীমা সুরক্ষা ও মাতৃভূমির সেবায় বাংলাদেশ বিমান বাহিনীর ভূমিকা গর্ব করার মতো। আধুনিক প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সক্ষমতা অর্জনের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের সবসময় প্রস্তুত থাকতে হবে। বিমান বাহিনীর সদস্যদের পেশাদারিত্ব, দেশপ্রেম ও দায়িত্ববোধ আগামী দিনে দেশসেবার অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে বলে আমি বিশ্বাস করি।’

কালের আলো/এমএএএমকে