সুমাইয়া জাহান মীমের কবিতা: ভ্রম

প্রকাশিতঃ 10:38 pm | July 08, 2025

সাহিত্য ডেস্ক:

অভিমানী আমি সব ভুলে যাই,
তোকে কাছে পেলে।
জগৎ জুড়ে তোর স্মৃতি ঘুরে,
বিচরণ করে অহর্নিশ কালে।

ক্রমে ক্রমে দূরত্ব যায় বেড়ে,
তুই তবুও মনের এক কোণে।
ভিত হই একলা হওয়ার ভয়ে,
একলা তবু তোকে পুষি মনে।

চাই না তুই কোনো কিছু জানিস,
মনে মনে তাও বলে যাই ক্ষণে।
তোকে খুব বলতে ইচ্ছে করে,
যাস না তুই আমায় একা ছেড়ে।

বিভ্রম কাটে না কাজল কালো আঁখির,
আতকে উঠি স্বপ্ন মিথ্যে ভেবে।
দৃষ্টি যেন তোকেই খুঁজে ফেরে,
হাওয়ায় ভাসি একটু গন্ধ পেলে।