সেনাবাহিনীর নেতৃত্বে তুরস্কে ৪৬ সদস্যের উদ্ধারকারী দল, কার্যক্রম পরিদর্শনে পিএসও
প্রকাশিতঃ 10:18 pm | February 08, 2023

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
ভয়াবহ ভূমিকম্পে লন্ডভন্ড তুরস্ক। ক্রমশ মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। ধ্বংসস্তুপে পরিণত হয়েছে দেশটি। আর্তনাদ আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে সেখানকার বাতাস। নেমে এসেছে মানবিক বিপর্যয়। ভয়ানক এ প্রাণহানির ঘটনায় শোক স্তব্ধ বাংলাদেশও। গভীর শোক প্রকাশ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। ভূমিকম্প পরবর্তী উদ্ধার কার্যক্রম এবং সাহায্যের জন্য দেশটিতে ৪৬ সদস্যের একটি উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে বুধবার (৮ ফেব্রুয়ারি) রাতে প্রতিনিধি দলটি তুরস্কের উদ্দেশ্যে যাত্রা করেছে। এই দলে সেনাবাহিনী থেকে ২৪ জনের একটি মধ্যম উদ্ধারকারী দল, ১০ জনের একটি মেডিক্যাল টিম এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১২ সদস্য রয়েছেন। উদ্ধারকারী দলটির নেতৃত্ব দিচ্ছেন সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল মো. রুহুল আমিন।
এদিন বিকেলে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের উদ্ধারকাজ এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদানে তুরস্কগামী সি-১৩০জে পরিবহন বিমান ও ত্রাণসামগ্রী পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, বাংলাদেশি উদ্ধারকারী দলটি ভূমিকম্প পরবর্তী জরুরি ত্রাণ এবং চিকিৎসাসামগ্রী বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমান দিয়ে তুরস্কে পাঠানোর জন্য ঢাকা-আঙ্কারা-ঢাকা রুটে একটি বিশেষ ফ্লাইট পরিচালনা করছে। এ সি-১৩০জে পরিবহন বিমানটি বাংলাদেশ থেকে বুধবার (৮ ফেব্রুয়ারি) রাতে তুরস্কের উদ্দেশে যাত্রা করে। তুরস্কে ত্রাণসামগ্রী পৌঁছানোর পর বিমানটি পুনরায় আগামী ১৫ ফেব্রুয়ারি বাংলাদেশের উদ্দেশে রওনা হবে।

সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান অপেক্ষমান গণমাধ্যমকর্মীদের জানান, উদ্ধারকারী দলটি ভূমিকম্প পরবর্তী সাহায্যের জন্য তুরস্কের জনগণের মাঝে অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম এবং মেডিক্যাল সহায়তা প্রদান করবে।
কালের আলো/জিকেএম/এমকে