মনোনয়ন বঞ্চিত হয়ে দেলোয়ারের ছেলে ডাবলু’র লাথি

প্রকাশিতঃ 10:49 pm | December 07, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

মনোনয়ন না পেয়ে দরজায় লাথি মেরে ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির সাবেক মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের সেজো ছেলে খন্দকার ডাবলু। ক্ষুব্ধ হয়ে তিনি বর্তমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও গালি দেন।

শুক্রবার (৭ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কয়েকজন সমর্থক নিয়ে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের দরজার লাথি ও ঘুষি মারেন খন্দকার ডাবলু।

মানিকগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন চেয়েছিলেন খন্দকার ডাবলু। সেখানে ডাবলুর বদলে মনোনয়ন পেয়েছেন এস এ কবির জিন্নাহ।

দলকে মূল্যায়ন না করে টাকার বিনিময়ে জিন্নাহকে মনোনয়ন দেওয়া হয়েছে এমন অভিযোগ তুলে খন্দকার ডাবলু বলেন, ‘জিন্নাহ আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য নাইমুর রহমান দুর্জয়ের আপন মামাতো ভাই। তিনি ১/১১’র সময় দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করেন ’

তাই জিন্নাহকে মনোনয়ন দিলে কোনো নেতাকে অফিস থেকে বের হতে দেওয়া হবে না বলেও হুমকি দেন তিনি।

এদিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২০৬ আসনে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করছে বিএনপি। ২০ দল ও ঐক্যফ্রন্টকে ছেড়ে দেয়া হয়েছে ৯৪টি আসন।

শুক্রবার সন্ধ্যায় বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয় থেকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থী তালিকা ঘোষণা করেন।

কালের আলো/পিআর/এমএইচএ

Print Friendly, PDF & Email