তুমব্রু সীমান্তে গুলিবিদ্ধ র‍্যাব সদস্যকে হেলিকপ্টারে ঢাকায় স্থানান্তর

প্রকাশিতঃ 1:32 pm | November 15, 2022

কালের আলো প্রতিনিধি:

বান্দরবানের তুমব্রু সীমান্তে মাদক চোরাচালানকারীদের গুলিতে আহত র‌্যাব সদস্য সোহেল বড়ুয়াকে (২৭) আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১৫ নভেম্বর) ভোরে কক্সবাজার সদর হাসপাতাল থেকে তাকে হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়।

সূত্র জানায়, বর্তমানে ঢামেকেই তার চিকিৎসা চলছে। তবে শারীরিক অবস্থা আগের থেকে কিছুটা উন্নতি হয়েছে।

জানা গেছে, গুলিবিদ্ধ সোহেল বড়ুয়া পুলিশ থেকে প্রেষণে র‍্যাবে যুক্ত হন। তিনি র‍্যাব-১৫ তে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের আকবরশাহ থানা এলাকায়। তার বাবার নাম অশোক কুমার বড়ুয়া। সোহেল দুই সন্তানের জনক।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়াও বিষয়টি নিশ্চিত করেছেন।

কালের আলো/এসবি/এমএম