ঘূর্ণিঝড় ‘সিত্রাং’র প্রভাবে রাজধানীতে হেলে পড়েছে ৫ তলা ভবন
প্রকাশিতঃ 10:46 pm | October 24, 2022

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
ঘূর্ণিঝড় ‘সিত্রাং’র প্রভাবে রাজধানীতে একটি ৫ তলা ভবন হেলে পড়ার ঘটনা ঘটেছে। সোমবার (২৪ অক্টোবর) রাত ৭ টা ৫ মিনিটে কেরাণীগঞ্জের শুভাঢ্যা এলাকায় এ ঘটনা ঘটে।
প্রায় একই সময়ে হাজারীবাগ এলাকায় বাতাসের দাপটে একটি ৪ তলা ভবনের ওপরে আলাদা টিনশেডের ঘরের দেয়ালের কয়েকটি ইট ভবন থেকে নিচে পড়ে ৪ থেকে ৫ জন আহত হয়েছেন।
রাত সোয়া ১০ টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ কালের আলোকে এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, কেরাণীগঞ্জের ৫ তলা ভবনটি পাশের ৪ তলার ওপরে হেলে পড়লেও কোন হতাহতের ঘটনা ঘটেনি। আর হাজারীবাগ এলাকার ঘটনা আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
কালের আলো/এসবি/এমএম