জবির সীমানা প্রাচীরে ভাঙন, সংস্কারের বাজেট হলেও শুরু হয়নি কাজ
প্রকাশিতঃ 5:01 pm | October 16, 2022

জবি প্রতিনিধি, কালের আলো:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সীমানা প্রাচীরের দেয়াল ভেঙে পড়েছে কোথাও, আবার কোথাও দেয়ালের উপরের নিরাপত্তা বেষ্টনী ভেঙে পড়ায় নিরাপত্তা শঙ্কায় পড়েছে শিক্ষার্থীরা। এছাড়া অধিকাংশে দেয়ালে নেই কোনো নিরাপত্তা বেষ্টনী কিংবা তারকাঁটার বেড়া।
ফলে বারবার চুরির ঘটনা ঘটলেও এখনও দেয়াল সংস্কারের কাজ শুরু করেনি কতৃপক্ষ। যদিও বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী মোঃ হেলাল উদ্দিন পাটোয়ারী জানিয়েছেন, সীমানা প্রাচীর সংস্কারের বাজেট হলেও টেন্ডারের অপেক্ষায় নির্মাণ কাজ।
প্রধান প্রকৌশলী বলেন, সীমানা প্রাচীর নির্মাণের জন্য ৯ লাখ ৫০ হাজার টাকার বাজেট পাস হয়েছে এখন টেন্ডার দিলেই কাজ শুরু হবে।
শিক্ষার্থীরা জানিয়েছে, সীমানা প্রাচীরের সমস্যা থাকায় বেশি সমস্যায় পড়েছে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রী কমনরুম ব্যবহারকারী শিক্ষার্থীরা। ফুটপাতের উচ্চতা বেড়ে যাওয়ায় আর সীমানা প্রাচীর নিচু হওয়ায় রাস্তায় চলাচলরত অবস্থায় কমনরুম চোখে পড়ে স্পষ্টভাবে। ফলে ছাত্রীরা কমনরুম ব্যবহার করতে পারছেন না।

দেয়াল অনেক আগে থেকে ভেঙে পড়ে আছে তবুও এত দেরিতে উদ্যোগ নেওয়া হলো কেন? এম প্রশ্নে হেলাল উদ্দিন পাটোয়ারী রবিবার (১৬ অক্টোবর) বলেন, সীমানা প্রাচীর নির্মানের বাজেট পাস হয়ে আমাদের হাতে আসছে ৪ অক্টোবর। বাজেট পাস করতে অর্থ কমিটির পর সিন্ডিকেট সভায় পাস হয়ে অনুমোদন দেওয়া হয়েছে। এখন দ্রুতই কাজ শুরু হবে।
তবে এ বিষয়ে এর আগে তিনি বলেছিলেন, এবারের বাজেট পাশ হওয়ার পর প্রথম কাজই হবে সীমানা প্রাচীর সংস্কার।
যদিও বিশ্ববিদ্যালয়ের বাজেট পাশ হওয়ার পর চার মাস চলমান অবস্থায় এখনো টেন্ডার হয় নি। যখন প্রস্তাবনা এসেছিলো তখনই পদক্ষেপ নিলে হয়তো চুরির ঘটনা ঘটতো না।

কালের আলো/ডিএস/এমএম