বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে ময়মনসিংহ মহানগর যুবলীগের বিক্ষোভ

প্রকাশিতঃ 9:37 pm | September 02, 2022

কালের আলো প্রতিনিধি:

বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও পুলিশের ওপর হামলার প্রতিবাদে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নির্দেশে বিক্ষোভ মিছিল করেছে ময়মনসিংহ মহানগর যুবলীগ।

শুক্রবার (২ সেপ্টেম্বর) দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিকাল ৪ টার দিকে নগরীর শিববাড়ি আওয়ামী লীগের পার্টি অফিস থেকে ময়মনসিংহ মহানগর যুবলীগের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল শুরু হয়।

মহানগর যুবলীগ আয়োজিত বিক্ষোভ মিছিলে সভাপতিত্ব করেন সংগ্রামী আহবায়ক শাহীনুর রহমান। এ সময় তিনি বিএনপিকে হুঁশিয়ার করে বলেন, কেন্দ্রীয় যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ভাই এর নির্দেশে আজ থেকে আমরা ময়মনসিংহ মহানগর যুবলীগ মাঠেই থাকব। মাঠে থেকেই আপনাদের সব নৈরাজ্য, সন্ত্রাস, ষড়যন্ত্র আর হিংসার জবাব দেব। 

এ সময় সমাবেশ সঞ্চালনা করেন, সিনিয়র যুগ্ম আহবায়ক রাসেল পাঠান। বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন জিয়াউল হক জিয়া, রাসেল আহম্মেদ, গোলাম মোস্তফা কামাল শামীম,শাহ আলমগীর জয়, রাজীব খান, মারুফ হোসেন মুন্না, শামীম আহম্মেদ ও প্রমুখ।

কালের আলো/ডিএস/ইএসএস

Print Friendly, PDF & Email