সারাদেশে সরগরম রিটার্নিং কর্মকর্তার কার্যালয়

প্রকাশিতঃ 7:40 pm | November 28, 2018

স্টাফ রিপোর্টার, কালের আলো:

আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সম্ভাব্য প্রার্থীদের ভিড় দেখা গেছে। সারা দেশের মত ঢাকা মহানগরীর প্রার্থীরাও মনোনয়নপত্র জমা দেন।

সারা দেশে ৩০০ রিটার্নিং এবং ৫৮১ সহকারী রিটার্নিং কর্মকর্তার দফতরে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেয়া যাবে।

বুধবার সকাল ৯টায় সেগুনবাগিচার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেয়া শুরু হয়। এর পর বিভিন্ন রাজনৈতিক দল, স্বতন্ত্র প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকে সরগরম হয়ে ওঠে কার্যালয়।

ঢাকা মহাগরীর ১৫টি আসনের রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করছেন ঢাকার বিভাগীয় কমিশনার কে এম আলী আজম।

ইসির পক্ষ থেকে বলা হয়েছিল, মনোনয়নপত্র জমা দেয়ার সময় পাঁচ থেকে সাতজনের বেশি কর্মী সমর্থক সঙ্গে না আনতে। কিন্তু এ বিধিনিষেধ অনেকেই মানছেন না।

বেলা ১১টার দিকে ঢাকা-১০ আসনে মনোনয়পত্র জমা দেন আওয়ামী লীগের প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

তিনি সাংবাদিকদের বলেন, সারাদেশে নির্বাচনের উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশ বিরাজ করছে। আমি আশা করি সুন্দর ও সুষ্ঠু পরিবেশে নির্বাচন হবে।

‌‘নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নষ্ট হওয়ার মত কোনো কাজ সরকার করবে না।’

এর আগে বিএনপির সাইফুল আলম নিরব প্রতিনিধির মাধ্যমে ও আনোয়ারুজ্জামান নিজে উপস্থিত হয়ে ঢাকা-১২ আসনের জন্য মনোনয়পত্র জমা দেন। বিএনপি এ আসনে নিরবকেই মনোনয়ন দিয়েছে।

ঢাকা-১৮ আসনে আওয়ামী লীগের প্রার্থী সাহারা খাতুন। তিনি বেলা সাড়ে ১১টার দিকে রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন।

সাহারা খাতুন সাংবাদিকদের বলেন, নির্বাচনে জয়ের বিষয়ে তিনি শতভাগ আশাবাদী।

বেলা পৌনে ১২টায় ঢাকা-১৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী সাদেক খান এবং বিএনপির আবদুস সালাম মনোনয়পত্র জমা দেন। এ আসনে সালামের সঙ্গে আতাউর রহমান ঢালীকেও মনোনয়নের প্রত্যয়ন দিয়ে রেখেছে বিএনপি।

আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের মধ্যে আসলামুল হক ঢাকা-১৪, মো. ইলিয়াস উদ্দিন মোল্লাহ ঢাকা-১৬, একেএম রহমউল্লাহ ঢাকা-১১ আসনে মনোনয়নপত্র জমা দেন।

খালেদা জিয়া কারাগারে থাকলেও তাকে তিনটি আসনে প্রার্থী করেছে বিএনপি। আসনগুলো হল- ফেনী-১ এবং বগুড়া-৬ ও ৭। এসব আসনে খালেদা জিয়ার পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দেয়া হয়েছে।

কয়েকদিন ধরেই ঢাকাসহ দেশের বিভিন্ন আসনের প্রার্থীরা নমিনেশন পেপার সংগ্রহ ও জমা দিচ্ছেন।

মঙ্গলবার গোপালগঞ্জ-৩ ও রংপুর-৬ আসনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনয়নপত্র জমা দেয়া হয়।

এছাড়া স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীসহ অনেকেই মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদিন ঢাকার দুই রিটার্নিং কর্মকর্তার কাছে জমা পড়েছে ৪১টি। বাকিরা আজ শেষদিনেই জমা দেবেন।

এ সময় মন্ত্রীরা সরকারি গাড়ি ও পতাকা এবং এমপিরা তাদের গাড়িতে ‘এমপি স্টিকার’ ব্যবহার করতে পারবেন না। বিধি অনুযায়ী মিছিল, শোডাউন নিষিদ্ধ।

কেউ যাতে আচরণবিধি লঙ্ঘন না করেন, সে বিষয়ে সতর্ক থাকার জন্য সব রিটার্নিং কর্মকর্তা, পুলিশ সুপারসহ সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছে ইসি।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপিসহ প্রধান রাজনৈতিক দলগুলো অংশ নিচ্ছে।

অংশগ্রহণমূলক এ নির্বাচন ঘিরে রাজনৈতিক কার্যালয়গুলোও সরগরম হয়ে উঠেছে। নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ও ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টসহ অন্য রাজনৈতিক দলগুলো প্রস্তুতিতে নানা ধরনের কৌশল নিচ্ছে।

প্রার্থী মনোনয়ন দেয়ার ক্ষেত্রেও কৌশলী অবস্থানে দুই দল।

বিদ্রোহী ঠেকাতে ও প্রতিপক্ষের প্রার্থীর অবস্থান বুঝতে আওয়ামী লীগ ও বিএনপি অনেক আসনে দুই থেকে চারজন পর্যন্ত প্রার্থী মনোনয়ন দিয়েছে। একই আসনে জোটের শরিকদের পাশাপাশি দলীয় প্রার্থীকেও টিকিট দেয়া হয়েছে।

৯ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের আগের দিন ৮ ডিসেম্বর দুই জোটই প্রার্থীর নাম ঘোষণা করবে।

এতে যাদের নাম থাকবে, তারাই চূড়ান্ত প্রার্থী হবেন। বাকিদের মনোনয়নপত্র স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।

কালের আলো/বিএমএম/এমএইচএ

Print Friendly, PDF & Email