হরতালের প্রভাব নেই রাজধানীতে, নির্বিঘ্নে চলছে যানবাহন
প্রকাশিতঃ 10:26 am | August 25, 2022

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
জ্বালানি তেল ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ার প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের ডাকা অর্ধদিবস হরতালের কয়েক ঘণ্টা পেরিয়ে গেলেও হরতালের প্রভাব নেই রাজধানীর সড়কে।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকালে বিভিন্ন সড়কে অন্যদিনের মতোই ব্যক্তিগত গাড়ি ও গণপরিবহনের উপস্থিতি দেখা গেছে। কর্মমুখী মানুষের অফিসে যাওয়ার চিত্রও অন্যান্য দিনের মতোই।
বামজোটের অর্ধদিবস হরতাল সকাল ৬টা থেকে শুরু হয়েছে। এর মাঝেই স্বাভাবিক রয়েছে যান চলাচল। অন্যান্য দিনের মতো ব্যবসায়ীরা খুলছেন দোকানপাট। বিনাবাধায় অফিস যাচ্ছে মানুষ। হরতালের সমর্থনে জোটের নেতাদের বক্তব্য আর স্লোগান চলছে পল্টন মোড়ে।
মাঝে মাঝে হরতালকারীদের সঙ্গে বাসের চালকদের তর্ক-বিতর্ক হচ্ছে। তবে শেষ পর্যন্ত তারা বাস ছেড়ে দিচ্ছেন। এছাড়া মোটরসাইকেলের চালকরা মাঝে মাঝেই হরতালকারীদের তোপের মুখে পড়ছেন।
এদিকে হরতালে নাশকতা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়া মোড়ে মোড়ে পুলিশের বিপুল সংখ্যক সদস্য মোতায়েন রয়েছে। রাস্তায় যানবাহন ও মানুষ চলাচলে সহায়তা করছে পুলিশ।
কালের আলো/ডিএস/এমএম