বঙ্গবন্ধুর সমাধিতে পুনাকের শ্রদ্ধা

প্রকাশিতঃ 4:56 pm | August 22, 2022

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক)।

সোমবার (২২ আগস্ট) সকাল সাড়ে এগারোটায় টুঙ্গিপাড়ায় পুনাক সভানেত্রী জীশান মীর্জার নেতৃত্বে পুনাক সদস্যরা জাতির পিতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ও তার পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

জানা গেছে, পুনাক প্রতিষ্ঠার ৩৫ বছর অতিবাহিত হলেও পুনাকের পক্ষ থেকে সর্বপ্রথম সকল সদস্যকে নিয়ে ২২তম পুনাক সভানেত্রী জীশান মীর্জা বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জ্ঞাপন ও পুষ্পস্তবক অর্পণ করেন ।

এছাড়া জীশান মীর্জা সভানেত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর সর্বপ্রথম বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে ২০২১ সালে প্রথমবার এবং ২০২২ সালে দ্বিতীয়বার পুনাকের তত্ত্বাবধানে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেন।

কালের আলো/ডিএস/এসএম

Print Friendly, PDF & Email