বঙ্গোপসাগরে পাঁচ ট্রলারডুবি, নিখোঁজ ১৬
প্রকাশিতঃ 9:50 pm | August 19, 2022

কালের আলো প্রতিনিধি:
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে পাঁচটি মাছধরা ট্রলার ডুবে গেছে। ঝড়ের কবলে পড়ে পড়ে এই দুর্ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত ১৬ জন জেলে নিখোঁজ রয়েছেন। এখনও তাদের নাম-পরিচয় জানা যায়নি। এদিকে, সাগর উত্তাল থাকায় নিখোঁজদের উদ্ধারে নামতে পারছে না কোস্টগার্ড।
শুক্রবার (১৯ আগস্ট) কুয়াকাটা-আলীপুর মৎস্য সমবায় সমিতির সভাপতি মো. আনছার উদ্দিন মোল্লা এ তথ্য জানান। নিখোঁজ ট্রলারগুলোর মধ্যে রয়েছে- এফ বি মামনি-৩, এফবি সাইফুল, এফ বি আল মামুন ও এফ বি কুলসুম।
কোস্টাগার্ডের নিজামপুর স্টেশন কমান্ডার সেলিম মণ্ডল বলেন, ‘আমরা ১৬ জন জেলে নিখোঁজের তথ্য শুনেছি। সাগরের আন্ধারমানিক পয়েন্টে আছি। সাগর উত্তাল থাকায় উদ্ধার অভিযানে নামতে পারছি না।’
কালের আলো/ডিএস/এমএম