বাংলাদেশ ক্রিকেট টিম নিজেদের মতো খেলেছে: বিজয়

প্রকাশিতঃ 8:45 pm | August 12, 2022

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

বর্তমান ক্রিকেট বাস্তবতায় বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যকার পার্থক্যে এগিয়ে থাকবে টাইগাররা। অথচ সর্বশেষ জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি এবং ওয়ানডে দুই সিরিজেই হার দেখেছে বাংলাদেশ।

এরমধ্যে ওয়ানডেতে নয় বছর পর ম্যাচ হারের পাশাপাশি সিরিজ হারের লজ্জা পায় বাংলাদেশ। এক পর্যায়ে হোয়াইটওয়াশের সুযোগ আসে জিম্বাবুয়ের সামনে। তবে তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশের সামনে দাঁড়াতেই পারেনি জিম্বাবুইয়ানরা। হেরে যায় ১০৫ রানের বড় ব্যবধানে।

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শেষ করে দেশে ফিরেছেন টাইগাররা। বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হলে টাইগার ক্রিকেটার আনামুল হক বিজয়ের কাছে প্রশ্ন করা হয়, সিরিজের শেষ ম্যাচে জিম্বাবুয়ে তাদের মতো খেলেছে…।

প্রশ্ন শেষ হওয়ার আগে বিজয় সাংবাদিকদের কথা টেনে নিয়ে বলেন, ‘না আসলে জিম্বাবুয়ে জিম্বাবুয়ের মতো খেলেনি, আসলে বাংলাদেশ ক্রিকেট টিম নিজের মতো খেলছে (৩য় ম্যাচ)।’

এরপরে অবশ্য জিম্বাবুয়ের মাঠে সিরিজ হার এবং সকল বিষয়ে বিজয় আরও যোগ করেন, ‘জিম্বাবুয়ের মাঠে জিম্বাবুয়ের সঙ্গে জেতাটা আসলে সহজ ছিল না। এটা সত্যই। ওরা ভালো ক্রিকেট খেলেছে, আমাদের অবশ্যই কিছু ভুলত্রুটি ছিল, দুটা মিলিয়ে আসলে আমরা হেরে গেছি।

অবশ্যই আমরা প্রথম ম্যাচটা হারার পর অনেক বেশি আসলে বিস্মিত হয়েছি। আমাদের যে আশা ছিল জিম্বাবুয়েতে আমরা যতটুক পারফর্ম করব সে অনুযায়ী করতে পারিনি। অবশ্যই আমাদের জন্য একটা খারাপ লাগার বিষয় ছিল। দ্বিতীয় ম্যাচটা যখন দেখলাম যে একই পথে ওরা আগাচ্ছে, অবশ্যই আমরা একটু নার্ভাস ছিলাম ওই সময়টাতে। কিন্তু আমার মনে হয় যে এই একটা সিরিজ যে সিরিজে আমাদের শতভাগ দিয়ে খেলতে পারিনি।’

কালের আলো/এমএইচ/এসবি

Print Friendly, PDF & Email