ঢাকা থেকে সিলেট যাওয়ার পথে মাঝ আকাশে বিয়ে!

প্রকাশিতঃ 9:49 pm | May 31, 2022

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা থেকে সিলেটগামী একটি ফ্লাইটে বিয়ে করেছেন এক জুটি। মাটি থেকে ১৫ হাজার ফুট ওপরে, ইসলামিক রীতি অনুযায়ী ‘কবুল’ বলে বিবাহবন্ধনে আবদ্ধ হন খায়রুল হাসান এবং সাউদা বিনতে সানজিদা। বাংলাদেশ এভিয়েশন হাবের ফেসবুক পেজের একটি পোস্ট থেকে জানা যায় এ তথ্য।

ফেসবুক পোস্টে বলা হয়েছে, এক মাসব্যাপী পরিকল্পনার পর এবং বিমান কর্তৃপক্ষের সহায়তায়, একজন কাজী এবং পরিবারের ১৬ জন সদস্যের উপস্থিতিতে এই দম্পতির স্বপ্নের বিয়ে সম্পন্ন হয়! রোববার বিকেল সাড়ে ৩টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নিয়মিত ফ্লাইট বিজি ৬০৩-এ চেপে ঢাকা থেকে সিলেট যাওয়ার পথে মাঝ আকাশেই বিয়ে সারলেন খাইরুল-সানজিদা জুটি।

জানা যায়, বিমানে বিয়ে করতে প্রায় একমাস আগেই বিমান কর্তৃপক্ষের অনুমতি নিয়েছিলেন তারা। নিয়ম অনুযায়ী, অন্যসব যাত্রীদের বিমানে আরোহণের পর নব দম্পতি বর-বধুর সাজে বিমানে ওঠেন। বোর্ডিং পাস থেকে শুরু করে যাত্রার পুরোটা সময়েই এক আনন্দমুখর পরিবেশ বিরাজ করে। বিয়ের পরে অনেকযাত্রী এসে নবদম্পতিকে অভিনন্দন জানান এবং ছবি তুলে আনন্দ ভাগাভাগি করেন।

কালের আলো/এমএইচ/এসবি