ইতালির রোমে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আইজিপি’র শ্রদ্ধা

প্রকাশিতঃ 8:01 pm | May 14, 2022

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

ইতালির রোমস্থ বাংলাদেশ দূতাবাসে স্থাপিত বঙ্গবন্ধু কর্নারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধার্ঘ নিবেদন করেছেন বাংলাদেশ পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বিপিএম (বার)।

শনিবার (১৪ মে) পুলিশ সদরদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ইতালি সফরকালে রোমস্থ বাংলাদেশ দূতাবাসে যান আইজিপি। সেখানে রাষ্ট্রদূত মোঃ শামীম আহসান তাকে আন্তরিক অভ্যর্থনা জানান।

পরে আইজিপি দূতাবাসে সম্প্রতি স্থাপিত বঙ্গবন্ধু কর্নারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধার্ঘ নিবেদন করেন।

এছাড়া আইজিপি দূতাবাসের কর্মকর্তাদের সাথে পরিচিত হন, তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন ও এক সৌজন্য বৈঠকে মিলিত হন।

বাংলাদেশ দূতাবাস প্রধানমন্ত্রীর প্রবাসীবান্ধব নীতি অনুসরণ করে নিরলসভাবে বাংলাদেশের প্রবাসী নাগরিকদের সেবা প্রদান করায় আইজিপি দূতাবাসের সকল কর্মকর্তা ও স্টাফদের আন্তরিক ধন্যবাদ জানান।

রাষ্ট্রদূত ইতালিতে যেসব অবৈধ অভিবাসী রয়েছে তাদের কাগজপত্রের বিষয় সমাধানের জন্য আইজিপি’র দৃষ্টি আকর্ষণ করেন।

এক্ষেত্রে বাংলাদেশের আইজিপি ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) এবং ইতালির রাষ্ট্রদূত মোঃ শামীম আহসান যেসকল অভিবাসী কাগজপত্রের অভাবে ইতালিতে অবৈধভাবে বসবাস করছে তাদের সমস্যা সমাধানের ব্যাপারে সরকারের প্রচলিত নীতির আলোকে আলোচনাপূর্বক সমাধানের বিষয়ে সম্মিলিতভাবে উদ্যোগ গ্রহণের বিষয়ে ঐকমত্য প্রকাশ করেন।

প্রসঙ্গত, আইজিপি বর্তমানে ইতালি সফরে রয়েছেন। তিনি আগামী ১৭ মে দেশে ফেরার কথা রয়েছে।

কালের আলো/এসবি/এমএম

Print Friendly, PDF & Email