সিলেটে ঈদ জামাতে মুহিতের জন্য দোয়া চাইলেন পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিতঃ 11:42 am | May 03, 2022

সিলেট প্রতিবেদক, কালের আলো:

ঈদের নামাজে সদ্য প্রয়াত সাবেক অর্থমন্ত্রী ও ভাই ড.আবুল মাল আবদুল মুহিতের জন্য দোয়া চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

মঙ্গলবার (০৩ মে) সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে লক্ষাধিক মানুষের অংশ গ্রহনে ঈদ জামাতে তিনি দোয়া প্রার্থনা করেন।

ড. মোমেন বলেন, ভাই সেই ছোটোকাল থেকে ঈদগাহে এসে ঈদ জামাতে অংশ নিতেন। এবার তিনি নেই। তার জন্য আপনারা দোয়া করবেন।

তিনি বলেন, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত খুবই সৎ লোক ছিলেন। তিনি সিলেটের উন্নয়নে অবদান রেখেছেন। এই শাহী ঈদগাহের সুউচ্চ মিনার তিনি নির্মাণ করে গেছেন। এই এপ্রিলে তার সিলেটে আসার কথা ছিলো। তিনি এসেছেন ঠিকই, তবে নিথর দেহ নিয়ে। সিলেটের এই সেবকের জন্য উপস্থিত মুসল্লীদের কাছে তিনি দোয়া চান।

পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন আরও বলেন, সারা বিশ্ব এখন অপকর্মে ভরে গেছে। যুদ্ধ বিগ্রহ লেগেই আছে। আমরা এই ঈদে যুদ্ধ চাই না, শান্তি চাই। দুনিয়ার মানুষ যেনো সুখে থাকতে পারে এটা আমাদের প্রত্যাশা।

এবার সিলেটের শাহী ঈদগাহ ময়দানে লক্ষাধিক মুসল্লীর অংশ গ্রহনে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সকাল থেকে দুর-দুরান্ত থেকে মুসল্লিরা গাড়িযোগে ঈদগাহ ময়দানে আসেন।

ঈদগাহ ঈদ জামাতে শরীক হন সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব, আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী সহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তারা।

কালের আলো/বিএম/এমএম

Print Friendly, PDF & Email