অবিশ্বাস্য জয়ে সিরিজ সমতায় আনলো পাকিস্তান

প্রকাশিতঃ 10:43 am | April 01, 2022

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

বরাবরের মতোই আনপ্রেডিক্টেবল পাকিস্তান। লাহোরে অস্ট্রেলিয়ার বিপক্ষে অবিশ্বাস্য এক জয় তুলে নিয়েছে পাকিস্তান। প্রথমবারের মতো অজিদের বিপক্ষে তিনশর বেশি রান তাড়া করে জেতার রেকর্ড করল।

ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে হেরে পিছিয়ে পড়লেও দ্বিতীয় ম্যাচ জিতে সমতায় এনেছে সিরিজ। অজিদের দেয়া ৩৫০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে এক ওভার আগেই ৬ উইকেটের জয় পায় পাকিস্তান। এই জয়ে অস্ট্রেলিয়ার কাছে টানা ১০ ওয়ানডে হারের বৃত্তও ভাঙল।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বড় লক্ষ্য তাড়া করতে নেমে দুই পাকিস্তানি ওপেনার ফখর জামান ও ইমাম উল হক ১৮.৫ ওভারেই তুলে ১১৮ রান। দুজনের জুটি ভাঙে মার্কুস স্টয়নিসের বলে ফখরের ৬৭ (৬৪) রানে বিদায়ে।

ওপেনিং জুটি ভাঙলেও ভেঙে পড়েননি ইমাম উল হক ও বাবর আজম। দুজনেই তুলে নেন শতক। ৫০ বলে পঞ্চাশ পূর্ণ করা ইমাম একশ রান করেন ৯০ বলে। এটি ওয়ানডে ক্যারিয়ারে তার নবম সেঞ্চুরি। শেষ পর্যন্ত বাবরের সঙ্গে ১১১ রানের জুটি ভাঙে ইমামের ১০৬ (৯৭) রানের মাথায় অ্যাডাম জাম্পার বলে লাবুশানের হাতে ক্যাচ দিয়ে।

মোহাম্মদ রিজওয়ানকে নিয়ে বাবরও তুলে নেন শতক। মাত্র ৭২ বলে তুলে নেন ক্যারিয়ারের ১৫তম ওয়ানডে সেঞ্চুরি। নাথান এলিসের বলে সিন অ্যাবটের হাতে ক্যাচ দিয়ে বাবর যখন সাজঘরে ফেরেন তখন তার রান ১১৪ (৮৩) আর দলের রান ৩০৯।

বাকি ৪১ রান নিতে খুব একটা বেগ পেতে হয়নি পাকিস্তানের। রিজওয়ান ২৩ (২৬) রান করে সাজঘরে ফিরলেও খুশদিল শাহ’র ১৭ বলে ২৭ রানের দুর্দান্ত ইনিংসের সঙ্গে ইফতিখার আহমেদের ৮ রানে অবিশ্বাস্য জয় পায় পাকিস্তান।

অজিদের পক্ষে ২ উইকেট নেন অ্যাডাম জাম্পা ও ১টি করে উইকেট নেন নাথান এলিস এবং মার্কুস স্টয়নিস।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে প্রথম ওভারের তৃতীয় বলেই বিদায় নেন অধিনায়ক অ্যাডাম জাম্পা (০)। শাহিন শাহ’র বলটা বুঝে ওঠার আগেই পায়ে গিয়ে লাগে।

এরপর ট্রাভিস হেড ও বেন ম্যাকডর্মটের ১৬৩ রানের জুটিতে দ্রুত বড় হতে থাকে সংগ্রহ। শতকের খুব কাছে থাকা ট্রাভিসকে ফেরান জাহিদ মাহমুদ। ৮৯ (৭০) রানের মাথায় ক্যাচ দেন শাহিন আফ্রিদির হাতে।

তবে ২৫ রানে জীবন পাওয়া ম্যাকডর্মট শেষ পর্যন্ত সেঞ্চুরি তুলে নেন। ১০৮ বলে ১০৪ রান করে বিদায় নেন মোহাম্মদ ওয়াসিমের বলে হারিস রৌফের হাতে ক্যাচ দিয়ে।

এছাড়া মার্নাস লাবুশানে ৫৯ (৪৯), মার্কুস স্টয়নিস ৪৯ (৩৩) ও শেষ দিকে ১৬ বলে ২৮ রান করেন সিন অ্যাবট।

পাকিস্তানের পক্ষে ৪ উইকেট নেন শাহিন আফ্রিদি, ২ উইকেট নেন ওয়াসিম ও ১ উইকেট করে নেন জাহিদ মাহমুদ এবং খুশদিল শাহ।

কালের আলো/এমএইচ/জেআর