সিলেটকে উড়িয়ে দিয়ে প্লে-অফ নিশ্চিত করলো চট্টগ্রাম
প্রকাশিতঃ 5:03 pm | February 12, 2022

স্পোর্টস ডেস্ক, কালের আলো:
বাংলাদেশ প্রিমিয়ার লিগে শনিবার (১২ ফেব্রুয়ারি) দিনের প্রথম ম্যাচে সিলেট সানরাইজার্সকে ৪ উইকেটে হারিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। আর এ জয়ে তৃতীয় দল হিসেবে প্লে অফে জায়গা করে নিয়েছে তারা।
চট্টগ্রাম ১০ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থানে ওঠে এসে প্লে অফে জায়গা করে নিল।
ম্যাচটিতে প্রথমে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৮৫ রান করে সিলেট। জবাবে চট্টগ্রাম ৬ উইকেট হারিয়ে ৫ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌছে যায়।
সিলেট বড় সংগ্রহ করলেও চট্টগ্রামের ইংলিশ ওপেনার উইল জ্যাকসের ব্যাটিং তাণ্ডবে এই রান পাড় করে ফেলে চট্টগ্রাম। উইল জ্যাকস ৫৭ বল খেলে ৯২ রান করে অপরাজিত ছিলেন। চট্টগ্রামের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ রান করেন চাদউইক ওয়ালটন।
সিলেটের হয়ে বোলিংয়ে উজ্জ্বল ছিলেন সোহাগ গাজী ও আলাউদ্দিন বাবু। তারা দুইজনই দুটি করে উইকেট তু্লে নেন। সোহাগ গাজী ৪ ওভারে ২১ রান দিলেও বাকি বোলারা ছিলেন খরুচে। ফলে সিলেট বড় সংগ্রহ করলেও হেরেই মাঠ ছাড়তে হয় তাদের।
এর আগে লেন্ডল সিমন্সের ২৭ বলে ৪২ ও রবি বোপারার ২১ বলে ৪৪ রানের সুবাদে ১৮৫ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করাতে সমর্থ হয় সিলেট। বোলিংয়ে চট্টগ্রামের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট তুলে নেন মৃত্যুঞ্জয় চৌধুরী।
কালের আলো/এমএএইচ/এমএম