আইপিএল নিলামে অবিক্রীত সাকিব

প্রকাশিতঃ 4:05 pm | February 12, 2022

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

আইপিএল নিলামে অবিক্রীত সাকিব। বাংলাদেশের সেরা এই অলরাউন্ডারকে নিতে কোন দলই আগ্রহ দেখালো না। সাকিবের ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি।

শনিবার (১২ ফেব্রুয়ারি) ভারতের বেঙ্গালুরুর হোটেল আইটিসি গার্ডেনিয়ায় চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরের মেগা অকশন।

কিন্তু নিলামের প্রথম দিন দেখা গেল উল্টো চিত্র। দুই কোটি ভিত্তি মূল্যের সাকিবকে নিয়ে নিলামের প্রথম দিনে কোনো দল আগ্রহই দেখায়নি। তাই এখনো অবিক্রীত বাংলাদেশি তারকা। তবে এখনো তাঁর দল পাওয়ার সুযোগ আছে। দলগুলো চাইলে এখনো নিতে পারবে বিশ্বসেরা অলরাউন্ডারকে।

আইপিএলের নিলাম মানেই অর্থের ঝনঝনানি। প্রতি আসরে এই নিলামের দিকে মুখিয়ে থাকে ক্রিকেট ভক্তরা। এবার ১০ দলের আইপিএল হওয়ায় আরো জমে উঠেছে নিলাম।

কিন্তু নিলামে সাকিবের মতো কিছু বড় তারকা অবিক্রীত। সাকিবের মতো দল পাননি সুরেশ রায়না, স্টিভেন স্মিথ, ডেভিড মিলাররা।

বেঙ্গালুরুতে অনুষ্ঠিত নিলামে ১০টি দল সর্বোচ্চ ৮ জন করে বিদেশি ক্রিকেটারকে দলে নিতে পারবে। ৮০ জন বিদেশি ক্রিকেটার এই নিলাম থেকে দল পেতে পারেন।

এবারের আসরে ১০টি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ ২৫ জনের স্কোয়াড গড়ে নিতে পারবে। সেই হিসেবে মোট ২৫০ জন ক্রিকেটার দল পেতে পারেন। তবে ১০টি ফ্র্যাঞ্চাইজি ইতিমধ্যে ৩৩ জন ক্রিকেটারকে নিলামের আগেই দলে নিয়েছে। সর্বোচ্চ ২১৭ জন ক্রিকেটার নিলাম থেকে দল খুঁজে পেতে পারেন।

কালের আলো/এমএএইচ/এমআর