দক্ষিণ আফ্রিকায় টেস্ট খেলবেন না সাকিব
প্রকাশিতঃ 11:32 am | February 10, 2022

স্পোর্টস ডেস্ক, কালের আলো:
টেস্ট থেকে অনেকটা দূরে সরে গেছেন সাকিব আল হাসান। সবশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ খেলেননি পারিবারিক কারণে। এছাড়াও বিভিন্ন সময়ে টেস্ট থেকে দূরে থেকেছেন দেশের সেরা এই অল-রাউন্ডার। গত বছর শ্রীলঙ্কার বিপক্ষেও টেস্ট সিরিজ খেলেননি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) কারণে। এবারও তেমনটা হতে যাচ্ছে। আগামী মার্চে ৩টি ওয়ানডে দুটি টেস্ট খেলতে দক্ষিণ আফ্রিকা সফর করবে বাংলাদেশ দল।
এই সফরে সাকিব নাকি এখন পর্যন্ত ওয়ানডে সিরিজ খেলার কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)। আগামী মার্চে আইপিএলের ১৫তম আসর অনুষ্ঠিত হবার কথা রয়েছে। এক্ষেত্রে আইপিএলে দল পেলে সাকিবের টেস্ট সিরিজে খেলার সম্ভাবনা ক্ষীণ বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স জালাল ইউনুস।
এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে সিরিজে সাকিবকে পাওয়া যাবে।
এবারের আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় রয়েছে বাংলাদেশ পাঁচ ক্রিকেটার। যার মধ্যে সাকিব ও মোস্তাফিজুর রহমান প্রায়ই নিয়মিত মুখ। দেশের খেলা বাদ দিয়ে আইপিএলের জন্য ছুটি নিয়ে আগেও বেশ তোপের মুখে পড়েছিলেন সাকিব-মোস্তাফিজ। যদিও টেস্ট দলের অনিয়মিত মুখ মোস্তাফিজ দল পেলে আইপিএলের পুরো আসরেই থাকতে পারেন।
উল্লেখ্য, এর আগে ২০১৭ সালে শেষ বার দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট সিরিজ খেলেননি সাকিব আল হাসান।
কালের আলো/এমএএইচ/এমসি