সিডন্সকে দেখে ২০১১ বিশ্বকাপের কষ্ট ভুলে গেলেন মাশরাফি
প্রকাশিতঃ 11:25 am | February 08, 2022

স্পোর্টস ডেস্ক, কালের আলো:
জেমি সিডন্স বাংলাদেশের ক্রিকেটে স্মরণীয় এক নাম। এদেশের ক্রিকেটের গুরুত্বপূর্ণ ঘটনাপ্রবাহে জড়িয়ে এই অস্ট্রেলিয়ানের নাম। ২০০৭ থেকে ২০১১ সাল অব্দি ছিলেন টাইগারদের হেড কোচ। নতুন করে বিসিবির ব্যাটিং পরামর্শক হয়ে ঢাকায় ফিরেছেন তিনি। দুই বছরের চুক্তিতে কাজ করতে কদিন আগেই এসেছেন ৫৭ বছর বয়সী এই কোচ।
ঢাকায় এসে মিরপুরে বিপিএলের ম্যাচ দেখেছেন। সোমবার সিলেটেও ম্যাচ উপভোগ করেছেন। জৈব সুরক্ষা বলয়ের কারণে এখনও সাবেক শীষ্যদের সঙ্গে সাক্ষাৎ হয়নি সিডন্সের। তবে সোমবার দিবাগত রাতে সামাজিক দূরত্ব মেনে সিডন্সের সাক্ষাৎ হয়েছে মাশরাফি বিন মুর্তজার সঙ্গে। বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে সফল এই অধিনায়কের ক্যারিয়ারে অবিস্মরণীয় এক দুঃখ-গাঁথার সঙ্গে জড়িয়ে সিডন্স।
২০১১ সালে ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দেয়ার কথা ছিল মাশরাফির। কিন্তু সিডন্সের প্রশ্নবিদ্ধ ভূমিকায় আজন্ম কষ্টে ডুবতে হয় নড়াইল এক্সপ্রেসকে। ওই সময়ের হেড কোচ সিডন্স চাননি মাশরাফিকে। তাকে সঙ্গ দিয়েছিলেন মাশরাফির ইনজুরিতে নেতৃত্ব পাওয়া সাকিব আল হাসানও। ঘরের মাঠে বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেয়ার সঙ্গে খেলার সুযোগটুকুও ভাগ্যে জোটেনি মাশরাফির। তবে সেই অধ্যায় পেরিয়ে মাশরাফি পরে দেশের সেরা অধিনায়ক হয়েছেন।
সিডন্সকে দেখে সোমবার রাতে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন ৩৮ বছর বয়সী এই পেসার। সিডন্সের সঙ্গে সামাজিক দূরত্ব মেনে ছবি তুলেছেন। লিখেছেন, ২০১১ সালের কষ্ট নাকি ভুলে গেছেন। নতুন ভূমিকায় এই অস্ট্রেলিয়ানের প্রতি শুভ কামনাও জানিয়েছেন চলমান বিপিএলে ঢাকার খেলোয়াড় মাশরাফি।
ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘২০১১ এর কষ্ট তোমাকে দেখে ভুলে গিয়েছি জেমি। মনে প্রানে বিশ্বাস করি, বাংলাদেশ ক্রিকেট এ পর্যন্ত আসার পেছনে যাদের অবদান আছে তুমি তাদের ভেতর অন্যতম। আমি হয়তো টিমে আর আসবো না, তবে তোমার জন্য শুভ কামনা। তোমার প্রতিটি শিক্ষা বাংলাদেশ ক্রিকেটের জন্য বয়ে আনুক নতুনত্ব, হয়ে উঠুক আনন্দময়। তোমার প্রতি অগাধ আস্থা রেখেই বলছি। সামাজিক দূরত্বে থেকে তোমার প্রতি ভালোবাসা। বাংলাদেশ ও তোমাকে ভালোবাসে।’
কালের আলো/এমএএইচ/এমএন