ঘরের মাঠে খুলনার কাছে সিলেটের হার

প্রকাশিতঃ 9:58 pm | February 07, 2022

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

বঙ্গবন্ধু প্রিমিয়ার লিগে(বিপিএল) ঘরের মাঠেও জিততে পারল না স্বাগতিক সিলেট সানরাইজার্স। দিনের দ্বিতীয় ম্যাচের সানরাইজার্সের বিপক্ষে ১৫ রানের জয় পেয়েছে খুলনা টাইগার্স। শুরুতে ব্যাট করতে নেমে জোড়া ফিফটিতে ১৮২ রান তোলে খুলনা। জবাবে ব্যাট করতে নেমে ১৬৭ রানে থেমেছে সিলেটের ইনিংস।

ম্যাচের শুরুতে টস জিতে খুলনাকে ব্যাট করার আমন্ত্রণ জানান সিলেটের অধিনায়ক রবি বোপারা। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি খুলনা। সোহাগ গাজীর করা প্রথম ওভারেই দুই উইকেট হারিয়ে ফেলে তারা। ১ রানে আন্দ্রে ফ্লেচার এবং শূন্যরানে ফেরেন শেখ মেহেদি হাসান। আর ইয়াসির রাব্বি আউট হওয়ার আগে করেন ২৩ রান।

এ সময় কিছুটা চাপেই ছিল খুলনা। পরে চতুর্থ উইকেটে জুটিতে দলনেতা মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে দুর্দান্ত খেলতে থাকেন ওপেনার সৌম্য সরকার। শেষ পর্যন্ত খেলে মাত্র ৮৪ বলে দুজন মিলে গড়েন ১৩৬ রানের জুটি।

তারা দুজনই অর্ধশতকের দেখা পেয়েছেন। ফিফটি পূর্ণ করার পর ৬২ বলে ৮২ রানে অপরাজিত থাকেন সৌম্য। তার ইনিংসটি চারটি করে চার এবং ছয়ে সাজানো। এদিকে ৬২ রানের এক দুর্দান্ত ইনিংস খেলে অপরাজিত থাকেন মুশফিকুর রহিম। মাত্র ৩৮ বলে খেলা এই ইনিংসটি ছয়টি চার এবং দুটি ছয়ে সাজানো।

১৮৩ রানের জবাবে ব্যাট করতে নেমে ১০ রানে ফেরেন ওপেনার লেন্ডি সিমন্স। দ্বিতীয় উইকেটে ইতিবাচক ব্যাট করতে থাকেন এনামুল হক এবং কলিন ইনগ্রাম। ৪৭ রানে ফেরেন এনামুল। আর আউট হওয়ার আগে ইনগ্রাম করেন ৩৭ রান।

এরপর ২ রানে মিঠুন, শূন্যরানে বোপারা এবং ২ রানে অলক কাপালি সাজঘরে ফেরেন। শেষদিকে দ্রুত রান তোলার চেষ্টা চালান মোসাদ্দেক হোসেন সৈকত ও আলাউদ্দীন বাবু। কিন্তু ততক্ষণে দেরি হয়ে যায়। ৩৯ রানে মোসাদ্দেক এবং ২৫ রানে বাবু অপরাজিত থাকেন।

কালের আলো/এমএএইচ/এমএম