২৩ বছর পর পাকিস্তান সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল

প্রকাশিতঃ 6:46 pm | February 04, 2022

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

সর্বশেষ ১৯৯৮ সালে পাকিস্তান সফরে এসেছিল অস্ট্রেলিয়া ক্রিকেট দল। এরপর পেরিয়ে গেছে দীর্ঘ সময়। কিন্তু এশিয়াদের দেশটিতে আর আসা হয়নি। তাছাড়া নিরাপত্তা শঙ্কায় ২০০৯ সালের পর থেকে পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন বন্ধ ছিল। সবমিলিয়ে ব্যাটে-বলে আর হয়ে ওঠেনি।

অবশেষে সিরিজটির পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাশাপাশি আজ শুক্রবার (৪ ফেব্রুয়ারি) ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানে পা রাখবে অস্ট্রেলিয়ার টেস্ট দলের খেলোয়াড়রা। এর আগে তারা অস্ট্রেলিয়ায় আইসোলেশনে থাকবেন। পাকিস্তানে এসে একদিন হোটেলে থাকার পরই অনুশীলনে নেমে পড়বেন তারা।

ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য নির্বাচিত খেলোয়াড়রা আসবেন ২৪ মার্চ। তারাও অস্ট্রেলিয়ায় আইসোলেশনে থেকে এরপর পাকিস্তানে আসবেন।

অস্ট্রেলিয়ার খেলোয়াড়রা পাকিস্তানে আসবেন চার্টাড বিমানে চড়ে।

এ সফরে পাকিস্তানের বিপক্ষে তিনটি টেস্ট, তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে অজিরা।

৪ মার্চ রাওয়ালপিন্ডিতে তিন ম্যাচের টেস্ট সিরিজের মাধ্যমে শুরু হবে দুই দলের লড়াই। ১২ মার্চ করাচিতে দ্বিতীয় টেস্ট ও ২১ মার্চ লাহোরে হবে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট ম্যাচটি।

এরপর ২৯ মার্চ প্রথম ওয়ানডে, ৩১ মার্চ দ্বিতীয় ওয়ানডে ও ২ এপ্রিল হবে তৃতীয় ওয়ানডে। এ সবগুলো ম্যাচই হবে রাওয়ালপিন্ডিতে।

৫ এপ্রিল এই রাওয়ালপিন্ডিতেই একটি টি-টোয়েন্টি ম্যাচের মাধ্যমে শেষ হবে দুই দলের লড়াই।

এদিকে পাকিস্তানে অস্ট্রেলিয়ার বেশ কয়েকজন খেলোয়াড় আসতে চান না বলে জানা গেছে। যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে তাদের প্রত্যাশা শক্তিশালী দল নিয়েই আসবে অজিরা।

কালের আলো/ডিএসবি/এমএম