বিশ্বকাপগামী নারী ক্রিকেট দলে করোনার হানা
প্রকাশিতঃ 12:40 pm | February 03, 2022

স্পোর্টস ডেস্ক, কালের আলো:
দেশজুড়ে করোনা সংক্রমণের যে হার তাতে উদ্বেগ ছিলই। বাংলাদেশ নারী ক্রিকেট দল প্রথমবার ওয়ানডে বিশ্বকাপ খেলতে যাওয়ার আগের টেস্টে তিনজনের দেহে মিলেছে ভাইরাসটির উপস্থিতি। তাদের মধ্যে একজন খেলোয়াড়, একজন ট্রেনার, আরেকজন কোচিংস্টাফের সদস্য।
বৃহস্পতিবার (০৩ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করে বিসিবি পরিচালক উইমেন্স উইং চেয়ারম্যান শফিকুল আলম চৌধুরী নাদেল বলেন, বাস্তবতা এখন এমন যে, করোনা হতেই পারে। এটা স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে। আমাদের দলের একজন খেলোয়াড়সহ তিনজন আক্রান্ত হয়েছে। তারা ৮ দিন পর টেস্টে নেগেটিভ হলে নিউজিল্যান্ড যেতে পারবে।
জানা গেছে, করোনায় আক্রান্ত হওয়ায় এ তিনজনকে ছাড়াই আজ দুপুরে দেশ ত্যাগ করবে নারী দল। আগামী ৮ দিন বিসিবি একাডেমি ভবনেই আইসোলেশনে থাকবেন তারা। এরপর নেগেটিভ হলে নিউজিল্যান্ড যেতে পারবেন এ তিনজন।
নিউজিল্যান্ড গিয়ে দশ দিনের হোটেল কোয়ারেন্টাইন করে মাঠের অনুশীলনে নামবে বাংলাদেশ দল। দেশ থেকে মাত্র ৫ দিনের ক্যাম্প করে নিজেদের ওয়ানডে প্রস্তুতি সেরেছে তারা।
আগামী ৪ মার্চ শুরু হবে নারীদের ওয়ানডে বিশ্বকাপের এবারের আসর। তবে বাংলাদেশের প্রথম ম্যাচ ৫ মার্চ, প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। এরপর ১৪ মার্চ পাকিস্তান, ১৮ মার্চ ওয়েস্ট ইন্ডিজ, ২২ মার্চ ভারত, ২৫ মার্চ অস্ট্রেলিয়া ও ২৭ মার্চ ইংল্যান্ডের বিপক্ষে নিগার সুলতানা জ্যোতির দল।
কালের আলো/ডিএসবি/এমএম