ছয় মাস টি-টোয়েন্টি না খেলার ঘোষণা তামিমের
প্রকাশিতঃ 6:16 pm | January 27, 2022

স্পোর্টস ডেস্ক, কালের আলো:
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন তামিম ইকবাল। এর পর থেকেই গুঞ্জন শোনা যায়, বাঁহাতি এই ওপেনার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আর খেলতে চান না। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও এমনটা জানিয়েছিলেন। বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক এবার জানালেন, আগামী ছয় মাস আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলবেন না তিনি।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) চট্টগ্রামে সংবাদমাধ্যমকে তামিম বলেছেন, ‘গত কয়েক দিনে আমার সঙ্গে অনেকের কথা হয়েছে। বোর্ড সভাপতি (পাপন), জালাল ইউনুস, কাজী ইনাম আহমেদ…। তারা আমাকে টি-টোয়েন্টি কন্টিনিউ করতে অনুরোধ করেছেন। কিন্তু আমি তাদের সিদ্ধান্তে সম্মান জানিয়ে চিন্তা করেছি আগামী ছয় মাস টি-টোয়েন্টি খেলবো না।’
যদিও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফেরার ইঙ্গিত দিয়ে রেখেছেন তিনি পরের কথায়, ‘এই সময়টাতে আমি ওয়ানডে আর টেস্টে ফোকাস রাখবো। ছয় মাস পর যদি আমাকে দরকার হয়, নির্বাচকরা যদি মনে করেন, আমিও যদি নিজেকে ফিট মনে করি, তাহলে খেলবো।’
তামিম বলেন, টি-টোয়েন্টির বিষয়টা হলো, ৬ মাস ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি নিয়ে কোনো কিছুই ভাববো না। আর আশা এটাই করবো যে, এ ৬ মাসে আমাদের ইয়াং ছেলেরা খেলবে বা বাংলাদেশ টিম টি-টোয়েন্টি ক্রিকেট খেলবে, তারা এতই ভালো করবে যে, আমার আর প্রয়োজন পড়বে না ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টিতে।
৬ মাস পর কী হবে সেটাও জানিয়েছেন তামিম। তিনি বলেন, ৬ মাস পর যদি এমন একটা সময় আসে যে- ক্রিকেট বোর্ড, সিলেক্টর্স বা টিম ম্যানেজমেন্ট মনে করলো যে না আমার দরকার আছে বিশ্বকাপের আগে, তখন প্রয়োজন হলে এবং আমিও যদি রেডি থাকি, তখন এটা নিয়ে আমরা আলোচনা করবো। সুতরাং, পরবর্তী ৬ মাস আমি টি-টোয়েন্টি নিয়ে কোনোভাবেই কোনো কিছু ভাবছি না। আবারও বলছি, আমার পুরোপুরি বিশ্বাস এই ৬ মাসে যে টিমটা টি-টোয়েন্টি খেলবে বা যেসব খেলোয়াড়রা আমার জায়গায় খেলবে, তারা এতই ভালো খেলবে যে আমার আর দরকার পড়বে না।
এর আগে বিসিবি সভাপতি নাজমুল হাসান সাংবাদিকদের বলেছিলেন, ওর (তামিম) সাথে আমি কথা বলেছি। ওকে বলেছিলাম, তুমি আবার টি-টোয়েন্টিতে ফিরে আসো। তুমি আমাদের সেরা ওপেনার। অবশ্যই তোমার থাকা উচিত। টেলিফোনে কথা হয়েছিল। ও আমাকে একটা কথা বলেছে, আপনি আমাকে জোর করবেন না। আপনি বললে আমাকে আসতেই হবে। কিন্তু আমি আসলে এই ফরম্যাটে খেলতে চাই না।
তামিম বাংলাদেশের হয়ে ৭৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ২৪.৬৫ গড়ে ১ হাজার ৭০১ রান করেছেন। স্ট্রাইক রেট ১১৭.৪১। টি-টোয়েন্টিতে দেশের একমাত্র সেঞ্চুরিয়ান তিনি। আর চারটি ম্যাচ খেলেছেন বিশ্ব একাদশের হয়ে।
কালের আলো/ডিএমবি/এএ