মোহামেডানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে শেখ জামাল
প্রকাশিতঃ 9:28 pm | November 06, 2018
কালের আলো ডেস্ক:
মোহামেডান স্পোর্টিং ক্লাবকে বিদায় করে ফেডারেশন কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে উঠেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মোহামেডানকে ১-১ গোলে রুখে দিয়ে শেখ জামাল ‘ডি’ গ্রুপ রানার্সআপ হয়ে উঠে গেলো শেষ আটে।
নকআউট পর্বে উঠতে জয়ের বিকল্প ছিল না মোহামেডানের। প্রথমার্ধে এগিয়ে থেকে সমর্থকদের মনে আশাও জাগিয়েছিলেন সাদা-কালোরা। ৩৪ মিনিটে বক্সের কাছাকাছি থেকে গাম্বিয়ান ল্যান্ডিং ফ্রি-কিকে গোল করে এগিয়ে দিয়েছিলেন মোহামেডানকে। কিন্তু গোলটা ধরে রাখতে পারেনি তারা।
দ্বিতীয়ার্ধের খেলা শুরুর ৩ মিনিটের মধ্যেই ম্যাচে ফিরে আসে শেখ জামাল। সলোমন কিংয়ের ডিফেন্সচেরা বাড়ানো বল ধরে মোহামেডানের গোলরক্ষক সারোয়ার জাহানকে পরাস্ত করেন আর্জেন্টাইন লুসিয়ানো পেরেজ।
এই লুসিয়ানোই প্রথমার্ধে সহজ সুযোগ নষ্ট করেছেন দুইবার। সলোমন কিংয়ের ক্রস থেকে তার নেয়া শট ফিরিয়ে দেন মোহামেডানের গোলরক্ষক। লুসিয়ানোর ফিরতি শট ফিরে আসে এক ডিফেন্ডারের পায়ে লেগে। ম্যাচটা জিততেও পারতো শেখ জামাল। লুসিয়ানো আরো গোটা তিনেক সুহজ সুযোগ নষ্ট করেছেন দ্বিতীয়ার্ধে।
২০০৯ সালে ফেডারেশন কাপ জেতার পর মোহামেডান আটকে আছে ব্যর্থতার বৃত্তে। এর পর দলটি কখনো ফাইনালেও উঠতে পারেনি। এবারতো বাদ পড়লো গ্রুপ পর্ব থেকে। মোহামেডান সর্বশেষ ২০১৫ সালে সেমিফাইনাল খেলে হেরেছে মুক্তিযোদ্ধার কাছে টাইব্রেকারে। গত আসরে কোয়ার্টারে উঠে এই শেখ জামালের কাছে হেরেই বিদায় নিয়েছিল ১০ বারের চ্যাম্পিয়নরা।
কালের আলো/পিএম