হাবিবুল বাশারকে ছাড়িয়ে সফলতম অধিনায়ক মাশরাফি
প্রকাশিতঃ 10:25 pm | January 23, 2018
কালের আলো ডেস্ক:
ত্রিদেশীয় সিরিজের পঞ্চম ম্যাচটি বাংলাদেশের ক্রিকেটের জন্য বেশ কিছু মাইলফলক এনে দিয়েছে। প্রথম বাংলদেশি হিসেবে ৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তামিম ইকবাল। সনাথ জয়াসুরিয়াকে টপকে একই ভেন্যুতে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ডও গড়েছেন তিনি। দশম সেঞ্চুরির কাছাকাছি গিয়েও হয়নি। তবে অধিনায়ক হিসেবে দারুণ এক রেকর্ড গড়লেন মাশরাফি।
বাংলাদেশের ক্রিকেটর উত্থানলগ্নের কাণ্ডারী হাবিবুল বাশার সুমনকে টপকে দেশের সফলতম অধিনায়ক হয়ে গেলেন মাশরাফি বিন মুর্তজা। বাশার ৬৯ ওয়ানডেতে বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে ২৯টি ম্যাচে দলকে জিতিয়েছেন। শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ ম্যাচ জিতেই তাকে স্পর্শ করেছিলেন ম্যাশ। আজ নিজের নেতৃত্বের ৫৩তম ম্যাচে হাবিবুল বাশারকে টপকে গেলেন মাশরাফি।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়েকে ৯১ রানে হারিয়ে ৩০তম ওয়ানডে জয়ের স্বাদ পেলেন অধিনায়ক মাশরাফি। বাশারের নেতৃত্বে ৪০টি ম্যাচ হেরেছে বাংলাদেশ। তবে মাশরাফির নেতৃত্বে হেরেছে ২১টি ম্যাচ। বাশার-মাশরাফির পর বাংলাদেশকে তৃতীয় সর্বোচ্চ ২৩টি ওয়ানডেতে জয়ের স্বাদ দিয়েছেন ৫০টি ম্যাচে নেতৃত্ব দেওয়া বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান।
নিজের এই মাইলকের দিনে বল হাতে দলের জয়ে দারুণ ভূমিকা রেখেছেন ম্যাশ। জিম্বাবুয়ের ইনিংসের শুরুতে এনে দিয়েছেন ব্রেক থ্রু। ৬ ওভারে ২৯ রান দিয়ে মাশরাফি ঝুলিতে পুরেছেন ২টি উইকেট।