ন্যাম ভবনে এমপির ছেলের আত্মহত্যা

প্রকাশিতঃ 4:58 pm | January 21, 2018

স্টাফ রিপোর্টার | কালের আলো:  সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের এমপি অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহর ছেলে অনিক আজিজ (৩২) ঢাকার ন্যাম ভবনে আত্মহত্যা করেছেন।

রোববার সকাল ৮টার দিকে শেরেবাংলা নগর থানার ৫ নম্বর ন্যাম ভবনের ৬০৪ নম্বর রুম থেকে তার এ মরদেহ উদ্ধার করা হয়।

পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য শেরেবাংলা নগরের শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জি জি বিশ্বাস এ তথ্য নিশ্চিত করে জানান, ধারণা করা হচ্ছে, শনিবার দিনগত রাতের কোনো এক সময়ে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।