সিলেটে এটিএম বুথ ভেঙে ২৪ লাখ টাকা লুট
প্রকাশিতঃ 10:08 pm | September 13, 2021

কালের আলো সংবাদদাতা:
সিলেটের ওসমানীনগরে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের একটি এটিএম বুথ ভেঙে টাকা লুটের ঘটনা ঘটেছে। নিরাপত্তারক্ষীকে বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাইকারীরা ২৪ লাখ ২৫ হাজার ৪০০ টাকা লুট করে নিয়ে যায়।
রোববার (১২ সেপ্টেম্বর) রাত ৪টার দিকে ডাকাত দলের সদস্যরা নিরাপত্তারক্ষীকে বেঁধে লুটের ঘটনা ঘটায়। সিলেটের ওসমানীনগর উপজেলার শেরপুর নতুন বাজারস্থ ইউনুছ ম্যানশনের নিচতলায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ব্যাংক ম্যানেজার বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন ওসমানীনগরের শেরপুর নতুন বাজার ইউনুছ ম্যানশনের দ্বিতীয় তলায় ইউসিবিএল অবস্থিত। এর নিচতলায় ব্যাংকটির ফার্স্ট ট্রাক এটিএম বুথ। রবিবার দিবাগত রাত চারটার দিকে একদল ডাকাত ওই বুথে হানা দেয়। এ সময় বুথের নিরাপত্তার দায়িত্বে থাকা পাহারাদার মো. জাকারিয়াকে ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে ফেলে। এ সময় এটিএম বুথ ভেঙে ২৪ লাখ ২৫ হাজার ৫০০ টাকা লুট করে নেয়।
খবর পেয়ে সোমবার (১৩ সেপ্টেম্বর) সকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ইউসিবিএল ব্যাংকের শেরপুর শাখার ব্যবস্থাপক সৈয়দ আশরাফুল আমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, চার ব্যক্তি বুথে ঢুকে নিরাপত্তকর্মীকে জিম্মি করে বুথ ভেঙে টাকা লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় আমরা থানায় মামলা দায়ের করেছি।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক ব্যাংক ডাকাতির বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে স্থানীয় ব্যক্তিরা বুথের নিরাপত্তাকর্মীকে উদ্ধার করে ঘটনাটি পুলিশকে জানান। এ ব্যাপারে ইউসিবিএল ব্যাংকের ওসমানীনগর শাখার ব্যবস্থাপক আশরাফুল আমিন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশি তৎপরতা শুরু হয়েছে।
কালের আলো/টিআরকে/এসআইএল